নভেম্বর মাসে সন্তান এসেছে ক্যাটরিনা ও ভিকির কোলে। ছবি: সংগৃহীত।
দীর্ঘ জল্পনার পরে সুখবর দিয়েছিলেন। গত ৭ নভেম্বর ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের কোলে এসেছে পুত্রসন্তান। কিন্তু এই সুখবরের জন্য নাকি প্রস্তুতই ছিলেন না ভিকি। সন্তান হওয়ার পরে যে যে বিষয়গুলি জীবনে নতুন ভাবে তৈরি হয়, তা সম্পর্কে বেশ ভীতই ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ভিকি।
এক মাসের বেশি সময় কেটে গিয়েছে সন্তানের সঙ্গে। কিন্তু এখনও বাবা হওয়ার আসল অর্থ বুঝে উঠতে পারেননি। এই অনুভূতি এখনও বলে বোঝাতে পারেন না তিনি। কিন্তু এখন বাড়ি ফেরার তাড়া প্রতি মুহূর্তে অনুভব করেন। মনে করেন সব সময়ে পরিবারের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভিকি বলেন, “এই প্রথম এমন হচ্ছে। আমার এখন খুব ভয় হয়। মনে হয়, কোনও ভাবেই ফোনটা হারিয়ে ফেলা যাবে না। আগে ফোন নিয়ে মাথাই ঘামাতাম না। কিন্তু এখন ফোনে ভর্তি আমার সন্তানের ছবি ও ভিডিয়ো। সারাদিন সেগুলি দেখি আমি। এই সময়টা আমার কাছে শিক্ষণীয়। আমার প্রতি সত্যিই ঈশ্বর সহায় থেকেছেন।”
বাবা হওয়ার অনুভূতির জন্য প্রস্তুত ছিলেন না ঠিকই। কিন্তু প্রতিটি মুহূর্ত নতুন করে উপভোগ করছেন তিনি। ক্রমশ বাবা হওয়ার অনুভূতি নিজে থেকে বুঝছেন। জানান অভিনেতা।
২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। গোপনে বিয়ের আসর বসেছিল। উপস্থিত ছিলেন খুবই ঘনিষ্ঠ পরিজনেরা।