‘পিঙ্ক ফ্লয়েড’-এর অবসান

শেষ হয়ে গেল একটা যুগ। প্রগ্রেসিভ রক-এর কিংবদন্তী ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’ চিরকালের জন্য তার ডানা গোটাল। সম্প্রতি ‘পিঙ্ক ফ্লয়েড’-এর বর্তমান দলপতি ডেভিড গিলমোর জানিয়েছেন, আর কখনওই ‘পিঙ্ক ফ্লয়েড’ মিলিত হবে না। দলের সুবর্ণযুগ পার হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

শেষ হয়ে গেল একটা যুগ। প্রগ্রেসিভ রক-এর কিংবদন্তী ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’ চিরকালের জন্য তার ডানা গোটাল। সম্প্রতি ‘পিঙ্ক ফ্লয়েড’-এর বর্তমান দলপতি ডেভিড গিলমোর জানিয়েছেন, আর কখনওই ‘পিঙ্ক ফ্লয়েড’ মিলিত হবে না। দলের সুবর্ণযুগ পার হয়ে গিয়েছে। বর্তমানে রজার ওয়াটারস এবং নিক ম্যাসন সংগীত জগতে সক্রিয় থাকলেও ‘পিঙ্ক ফ্লয়েড’ আর সম্ভব নয়। গিলমোর জানিয়েছেন, ‘পিঙ্ক ফ্লয়েড’-এর স্বর্ণযুগে তাঁদের সাংগীতিক এনার্জির ৯৫ শতাংশ খরচ হয়ে গিয়েছে। পড়ে থাকা ৫ শতাংশ দিয়ে আর কিছু কি সম্ভব? বিশেষ করে ২০০৮-এ কি-বোর্ডিস্ট রিচার্ড রাইটসের প্রয়াণ দলকে একটা বড় ধাক্কা দেয়। তাঁকে বাদ দিয়ে নতুন কম্পোজিশন করা কঠিন হয়ে পড়ে। ভাঙা দল নিয়ে স্টেডিয়ামে ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ব্যানার লাগিয়ে কনসার্টে আর আগ্রহী নন ৬৯ বছরের রক-ভেটেরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন