Debleena Dutt-Soumya Banerjee

আগে বিয়ে দিয়ে পরে বলা হল একত্রবাস! নন্দিতা-শিবপ্রসাদের ডেরায় এসে কী বললেন সৌম্য-দেবলীনা?

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডেরায় হাজির অনির্বাণ চক্রবর্তী, সৌম্য বন্দ্যোপাধ্যায়। কারণ, অলকনন্দা রায় আর দেবলীনা— শাশুড়ি-বৌমা মিলে পাত পেড়ে বাঙালি ভূরিভোজের নিমন্ত্রণ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩১
Share:

প্রথম কাজ দেবলীনা-সৌম্যের? ছবি: সংগৃহীত।

সৌম্য বন্দ্যোপাধ্যায়ের জন্য টেবিলে চিংড়ি মালাইকারি, মাংস, ছানার কোপ্তাকারি সাজাতে সাজাতে আনন্দবাজার ডট কমকে বললেন অভিনেত্রী দেবলীনা দত্ত, “ আমার আর সৌম্যের শুধু বন্ধুত্বের সম্পর্ক নাকি? লোকে আগে আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল। এখন বলছে, আমরা একত্রবাস করি।”

Advertisement

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডেরায় হাজির অনির্বাণ চক্রবর্তী, সৌম্য বন্দ্যোপাধ্যায়। কারণ, অলকনন্দা রায় আর দেবলীনা— ‘শাশুড়ি বৌমা’ মিলে পাত পেড়ে বাঙালি ভূরিভোজের নিমন্ত্রণ করেছেন। একে একে টেবিলে সাজানো হচ্ছে— পাঁঠার মাংস, ধোঁকার ডালনা, শাহি পনির, চিংড়ি মালাইকারি, মালাই কোপ্তা, দই কাতলা। সুস্বাদু খাবার ও মশলার গন্ধে ভরে আছে বৌমা-শাশুড়ির হেঁশেল।

সৌম্য যদিও এড়িয়ে যেতে চাইলেন সম্পর্কের কথা। বললেন, “দেবলীনার সঙ্গে আগেও একটা কাজ করেছিলাম। সেটা আর মুক্তি পায়নি। এটা সেই অর্থে প্রথম কাজও বলা যায়। উইন্ডোজ়ের সঙ্গে কাজ করার অনুভূতিই আলাদা।”

Advertisement

আর দেবলীনা? “আমাদের বহু পুরনো বন্ধুত্ব। পারিবারিক বন্ধুর মতো। এই বন্ধুত্বটা থাকবে। বাকি সমীকরণ নিয়ে কিছু বলার নেই। মানুষ তো সমাজমাধ্যমে কত কিছুই বলে! আমাদেরই বেছে নিতে হবে, কতটুকু গ্রহণ করব।”

কাজের মধ্যেও থেমে নেই দেবলীনা। ২০১৮-য় ‘হামি’র পরে উইন্ডোজ়ের সঙ্গে এটিই তাঁর দ্বিতীয় কাজ। সৌম্যর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রসিকতা করে অভিনেত্রী বলেন, “সাধারণত আগে একত্রবাস হয়। তার পরে বিয়ে হয়। আমাদের ক্ষেত্রে মানুষ ঠিক উল্টো খবরটা ছড়িয়েছে।”

খাওয়াদাওয়ার দৃশ্য ঘিরে শুটিং। তাই দেবলীনার ব্যস্ততা দেখা যায় রান্নাঘরে। তাঁর সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অলকনন্দা রায়। রান্নার দায়িত্বে দুই অভিনেত্রী। ভূরিভোজের আয়োজন করছেন তাঁরা। খাওয়াদাওয়ার এই গল্প বুনেছেন জ়িনিয়া সেন। সৌম্য বলেন, “প্রচুর রান্না হয়েছে। তবে আমি নিজে নিরামিষাশী।” রান্না চেখে দেখার দায়িত্বে সৌম্যের সঙ্গে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement