মোস্ট ফলোড এশিয়ান ওম্যান তালিকায় দুই-তিনে দীপিকা-প্রিয়ঙ্কা

সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তা এখন স্যোসাল মিডিয়ায় তাঁদের ফলোয়ারের সংখ্যা থেকে আন্দাজ পাওয়া যায়। বা বলা ভাল, স্যোসাল মিডিয়ায় যাঁর যত বেশি ফলোয়ার সে তত বড় সেলিব্রেটি। ট্যুইটারে ফলোয়ারের বিচারে এশিয়ার প্রথম তিনজন মহিলার নাম জানেন? প্রথম) অ্যাগনেজ মো, দ্বিতীয়) দীপিকা পাডুকোন এবং তৃতীয়) প্রিয়ঙ্কা চোপড়া। প্রথম জনকে বাদ দিয়ে বাকি দু’জনকে আমরা কে না চিনি!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৩
Share:

সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তা এখন স্যোসাল মিডিয়ায় তাঁদের ফলোয়ারের সংখ্যা থেকে আন্দাজ পাওয়া যায়। বা বলা ভাল, স্যোসাল মিডিয়ায় যাঁর যত বেশি ফলোয়ার সে তত বড় সেলিব্রেটি। ট্যুইটারে ফলোয়ারের বিচারে এশিয়ার প্রথম তিনজন মহিলার নাম জানেন? প্রথম) অ্যাগনেজ মো, দ্বিতীয়) দীপিকা পাডুকোন এবং তৃতীয়) প্রিয়ঙ্কা চোপড়া। প্রথম জনকে বাদ দিয়ে বাকি দু’জনকে আমরা কে না চিনি! কারণ, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দু’জনই ভারতীয় এবং বলিউড অভিনেত্রী। প্রিয়ঙ্কার অবশ্য আর একটা পরিচয় আছে, তিনি প্রাক্তন মিস ওয়ার্ল্ড। কোয়ান্টিকোয় অভিনয়ের মাধ্যমে তিনি এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন। আর দীপিকা! তিনি যে ছবিতেই অভিনয় করেন, যে কোনও ধরণের চরিত্রেই তিনি সফল। প্রথম স্থানে থাকা অ্যাগনেজ মো ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী। ট্যুইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেওয়া গেলেও বলিউড একেবারেই পিছিয়ে নেই। ট্যুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়ঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন। আশা করি খুব তাড়াতাড়ি সংখ্যাটা দ্বিগুন হয়ে যাবে এই দুই নায়িকার। অনেক শুভেচ্ছা রইল দু’জনের জন্য।

Advertisement

আরও পড়ুন...

Advertisement

কে জিতবে বক্স অফিসের যুদ্ধ!

রণবীরের প্রেমে মজেছেন হৃতিক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement