Deepika Padukone

জন্মদিনে দেখা করে উপহার দিলেন অনুরাগীরা! পাল্টা সৌজন্য দীপিকার, কী দিলেন নায়িকা?

দীপিকার জন্মদিন উপলক্ষে অনুরাগীরা তাঁকে উপহার দিয়েছেন। অনুরাগীদের হাতেও পাল্টা উপহার তুলে দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:২১
Share:

জন্মদিনে অনুরাগীদের জন্য কত খরচ করলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

২০২৫ সালে দীপিকাকে বড়পর্দায় সে ভাবে দেখা না গেলেও জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। দুয়ার মা হয়েছেন তিনি। বছরশেষে স্বামী রণবীর সিংহের কেরিয়ারেও এসেছে নতুন সাফল্য। নতুন বছরটা ভাল ভাবেই শুরু করলেন অভিনেত্রী। তারই মধ্যে অভিনেত্রীর জন্মদিন। সোমবার ৪০ বছর পূর্ণ করলেন দীপিকা। নিউ ইয়র্কের পর মুম্বইয়েও জন্মদিনের আয়োজন করা হয় দীপিকার। সেখানে অনুরাগীরা দেখা করতে আসেন তাঁর সঙ্গে। অনুরাগীদের বিমানভাড়া দিয়ে নিয়ে যান দীপিকা। এখানেই ক্ষান্ত হননি অনুরাগীরা, তাঁকে উপহারও দিয়েছেন। অনুরাগীদের হাতেও পাল্টা উপহার তুলে দিলেন অভিনেত্রী।

Advertisement

মুম্বইয়ে একটি বড় রেস্তরাঁয় অভিনেত্রীর জন্মদিনের আয়োজন করা হয়। এই দিন দীপিকা তাঁর অনুরাগীদের সামনে একটি তিন থাকের চকোলেট কেকও কাটেন। অভিনেত্রীর পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।

অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথাও বলেন দীপিকা। এখানেই শেষ নয়। ভিন্‌রাজ্যের অনুরাগীদের জন্য বিমানের টিকিটও বুক করে দিয়েছিলেন দীপিকা। বিমানবন্দর থেকে তাঁদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসার ব্যবস্থা করেন দীপিকা। অনুরাগীদের জন্য প্রথমেই ডাবের জলের ব্যবস্থা করেন তিনি। সঙ্গে এক ব্যাগ ড্রাই ফ্রুটস, তাতে ছিল হরেক রকমের কাজু-কিশমিশ। এ ছাড়াও ছিল দীপিকার প্রসাধনী সংস্থার একটি সানস্ক্রিন লোশন, ছিল একটি ফেসপ্যাকের বোতল। শীতের জন্য দামি একটি কম্বল। অনুরাগীদের জন্য হরেক রকম খাবারের বন্দোবস্তও করেন তিনি। প্রতিটি উপহার ব্যাগপিছু অভিনেত্রীর খরচ হয় প্রায় ১৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement