Entertainment News

দীপিকা-ইরফানের নতুন ছবির রিলিজ ডেট ফাইনাল

‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এ বার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ১৭:৩৯
Share:

বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে ফিরছে এই জুটি। ছবি: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

‘পিকু’র পর ফের বড়পর্দায় ফিরছে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ছবির রিলিজ ডেটও নাকি ফাইনাল হয়ে গিয়েছে। আগামী বছরের ২ অক্টোবরই নাকি ফের এক সঙ্গে দেখা যাবে ‘পিকু’ ও ‘রানা’-কে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবির রিলিজ নিয়ে টুইটও করেছেন।

Advertisement

ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। বলিউডে গুঞ্জন, এ বার বিশালের লেখা গল্পেই আরও এক পরিচালকের হাতেখড়ি হতে চলেছে। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানা যায়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের একটা সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।

Advertisement

[ ] (_)

(_)

আরও পড়ুন, ‘জীবনে প্রথম বার…’ বলছেন ক্যাটরিনা! কিন্তু কী?

তবে গল্পের স্বাদ এ বার একেবারই ভিন্ন। ‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এ বার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা। রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নামও ‘স্বপ্না’ হওয়ার জল্পনা। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি। হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই নাকি শুরু হচ্ছে শুটিং।

যদিও ছবি নিয়ে এখনও পরিচালক বা অভিনেতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন