Entertainment News

বিয়ে করেই কি দেশে ফিরলেন রণবীর-দীপিকা?

জল্পনার সূত্রপাত দিন কয়েক আগে। গত পাঁচ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। শোনা গিয়েছিল, জন্মদিনেই নাকি গোপনে রণবীরকে বিয়ে করবেন দীপিকা!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১৩:৫৯
Share:

রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মলদ্বীপে ছুটি কাটিয়ে রবিবার রাতে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। তাঁদের ফিরতে দেখে অনুরাগীদের মধ্যে একটাই কৌতূহল জেগেছে। একেবারে বিয়ে সেরেই কি দেশে ফিরলেন এই জুটি?

Advertisement

জল্পনার সূত্রপাত দিন কয়েক আগে। গত পাঁচ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। শোনা গিয়েছিল, জন্মদিনেই নাকি গোপনে রণবীরকে বিয়ে করবেন দীপিকা!

স্পটবয়ই-এর খবর অনুযায়ী, জন্মদিনে রণবীরের পরিবারের তরফে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি এবং একটি হিরের গয়নার সেট নাকি উপহার দেওয়া হয়েছে দীপিকাকে। উপহার পেয়ে নাকি খুব খুশি হয়েছেন দীপিকা। দুই পরিবারের উপস্থিতিতে এ বছরের জন্মদিন নায়িকার কাছে খুবই স্পেশ্যাল ছিল বলে খবর।

Advertisement

আরও পড়ুন: কেপটাউনের রাস্তায় নাচলেন অনুষ্কা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রথমে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন রণবীর এবং দীপিকা। পরে জানা যায়, মলদ্বীপে দুই পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছেন তারকারা। গত বছর এক সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে এই বছরটা সব মিলিয়ে দীপিকার কাছে স্পেশ্যাল বলেই মনে করছেন বলি মহলের একটা অংশ। কেউ কেউ বলছেন, বিয়ে যদি নাও হয়, বিয়ের প্রস্তুতি হয়তো শুরু হয়ে গেল এই জুটির।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

#deepveer ❤️❤️❤️❤️❤️ still not over these pics 😬 #godbless @ranveersingh @deepikapadukone

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement