deepika padukone

নিজেদের বিয়ের শেফের সঙ্গে অভিনব চুক্তি করলেন দীপিকা-রণবীর

দীপিকা আর রণবীর এমন কী করেছেন শেফের সঙ্গে, যা নিয়ে জল্পনা তুঙ্গে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৮:১৭
Share:

রণবীর ও দীপিকা। ফাইল চিত্র।

সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর শিল্পীদের নাকি আঙুল কেটে দিয়েছিলেন। তেমনটা হয়তো নয়। তবে খানিকটা হয়তো সেরকমই। নিজেদের বিয়ের শেফের সঙ্গে এক অভিনব চুক্তি করলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া।

Advertisement

রণবীর এবং দীপিকা বিয়ের প্রতিটি জিনিস স্পেশাল করার জন্য বিখ্যাত এক জন শেফের সঙ্গে যোগাযোগ করেছেন৷ তাঁকে দিয়ে একটি চুক্তিপত্রেও স্বাক্ষর করিয়ে নিয়েছেন৷ যেখানে লেখা আছে, রণবীর-দীপিকার বিয়েতে যে যে রান্না হবে তার মধ্যে একটা রান্নাও ভবিষ্যতে আর কখনও কোনও বিয়েতে বা অনুষ্ঠানে করা হবে না৷ তাঁদের বিয়ের প্রত্যেকটি পদও হবে এক্কেবারে এক্সক্লুসিভ৷ স্টার্টার থেকে শুরু করে ডিজার্ট সবই হবে অনন্য৷

এমনকি বিয়েতে মোবাইল ব্যবহারেও নিষেধ করে দিয়েছেন তাঁরা৷ কারও মোবাইল থাকবে না বিয়ের আসরে৷ সোনম কপূর আর আনন্দ আহুজার বিয়ে দেখেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: জাম্বিয়ার খনি থেকে উঠে এল এক কেজির বেশি ওজনের ‘জাম্বো’ পান্না

নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যক্তিগতই রাখতে চান দীপবীর। সেই কারণে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন এই ‘হট কাপল’। বিয়ের পাঠ চুকিয়ে গেলে আবার ফোন ব্যবহার করতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: এই মূর্তি তৈরির টাকায় হতে পারত ছ’টা মঙ্গল অভিযান!​

আর শুধু ব্যক্তিগত মুহূর্তই নয়, বিয়ের সবকিছুই একেবারে এক্সক্লুসিভ হতে হবে। তাই মেনুর ক্ষেত্রে এক্কেবারে কড়া নিয়ম মেনে চলারই পক্ষপাতী এই কাপল। অতএব চুক্তিও করে ফেলেছেন শেফের সঙ্গে। আর এটা জেনেই অবাক হয়ে গিয়েছেন অনেকে। বলছেন, এমনটা বোধ হয় আগে কখনও হয়নি।

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement