ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শুক্রবার জনপ্রিয় গায়ক এপি ঢিলোঁর কনসার্ট ছিল মুম্বইয়ে। বান্দ্রা স্টেশনে নেমে গন্তব্যে যাওয়ার জন্য অটো ভাড়া করেছিলেন দুই তরুণী। কিন্তু কনসার্ট দেখতে গিয়ে বিপদের সম্মুখীন হলেন তাঁরা। অটোয় চেপে কথা বলছিলেন বলে মাঝরাস্তায় হুমকি দিয়ে তরুণীদের নামিয়ে দিলেন অটোচালক। ফোন করে লোক ডেকে ক্ষতি করারও হুমকি দিলেন তরুণীদের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিনা.সোনি_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তায় দুই তরুণীর সঙ্গে ক্রমাগত তর্ক করে চলেছেন এক অটোচালক। হুমকি দিয়ে তাঁদের কাছে অটোর পুরো ভাড়া চাইছেন তিনি। অথচ, তখনও গন্তব্যে পৌঁছোননি তাঁরা।
গন্তব্যে না পৌঁছে ভাড়া দিতে রাজি নন তরুণীরা। তাঁদের মাঝরাস্তায় কেন নামিয়ে দেওয়া হল, তার কারণ জানতে চাইলেন দু’জনে। অটোর চালক আরও বিরক্ত হয়ে দুই তরুণীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। এক তরুণী অটোর নম্বরের ভিডিয়ো তুলতে তরুণীর দিকেই অটো চালিয়ে এগিয়ে যান চালক। কোনও ক্রমে রাস্তার এক পাশে সরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তরুণী।
শুক্রবার এই ঘটনাটি মুম্বইয়ের বান্দ্রায় ঘটেছে। বান্দ্রা স্টেশন থেকে অটো ধরে এপি ঢিলোঁর কনসার্ট দেখতে যাওয়ার কথা ছিল তাঁদের। গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ১০০ টাকা ভাড়া চেয়েছিলেন অটোচালক। তা শুনেই অটোয় ওঠেন দুই তরুণী। কিন্তু অটোয় ওঠামাত্র তরুণীদের বিব্রত করতে শুরু করলেন অটোচালক। তরুণীরা নিজেদের মধ্যে আস্তে আস্তেই কথা বলছিলেন। কিন্তু অটোর চালক ধমক দিয়ে তাঁদের কথা বলতে মানা করেন। কিছু দূর গিয়ে কথা বলার জন্যই তাঁদের অটো থেকে জোর করে নামিয়ে দেন চালক।
দুই তরুণী প্রতিবাদ জানাতেই অটোচালক হুমকি দিয়ে বলেন, ‘‘এখনই পুরো ভাড়া দাও। না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমরা আমায় চেনো না। এখনই একটা ফোন লাগাব, তার পর ছেলেপুলেরা এসে তোমাদের কী অবস্থা করবে তা দেখতে পাবে।’’ হুমকি দিয়ে সেখান থেকে অটো নিয়ে চলে যান তিনি। তরুণীদের দাবি, মাঝরাস্তায় অটোর চালক তাঁদের এ ভাবে সমস্যায় ফেলছিলেন দেখেও কেউ তাঁদের পাশে দাঁড়াননি। পরে ট্রাফিক পুলিশের কাছে গেলে সেখান থেকে নিকটবর্তী থানায় গিয়ে অটোর চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই তরুণী।