সেলফি তুললেন রণবীর, কমেন্টে দীপিকা লিখলেন...

কমেন্টে শুধুই চারটে অক্ষর লিখে ছেড়ে দিলেন দীপিকা। আর সেই কমেন্ট নিয়েই নেটিজেনদের কনফিউশন যেন আরও খানিকটা বেড়ে গেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৯:১৪
Share:

রণবীরের এই ছবির নিচেই ‘আমার’ লিখেছেন দীপিকা।

সম্পর্ক আদৌ আছেন কি না, সে নিয়ে টুঁ শব্দটিও করছেন না দু’জনের কেউ। অথচ ক্লু দিতেও ছাড়বেন না।

Advertisement

গোটা বলিউডই এক রকম কনফিউসড রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোনকে নিয়ে। তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাসটা ভাবাচ্ছে নেটিজেনদেরও।

হাঁসফাঁস করে ওঠা গরমে একটু খোলামেলা পোশাকেই সেলফি তুললেন রণবীর। সটান পোস্ট করে দিলেন ইনস্টাগ্রামে। আর সেই ছবি যে কারও চোখ এড়িয়ে গেলেও, দীপিকার চোখ এড়াতে পারেনি।

Advertisement

আরও পড়ুন: বিয়ের পর এই বাড়িতেই নাকি উঠছেন রণবীর-দীপিকা!

কমেন্টে শুধুই চারটে অক্ষর লিখে ছেড়ে দিলেন দীপিকা। আর সেই কমেন্ট নিয়েই নেটিজেনদের কনফিউশন যেন আরও খানিকটা বেড়ে গেল। আসলে কমেন্টে দীপিকা লিখেছেন ‘আমার’(Mine)। কমেন্টের সঙ্গে কিছু ইমোজিও জুড়ে দিয়েছেন পিকু।


দীপিকার এই কমেন্ট যেন আরও কনফিউসড করে দিয়েছে নেটিজেনদের।

রণবীরের ছবিতে সচরাচর কমেন্ট করতে দেখা যায় না দীপিকা পাড়ুকোনকে। কিন্তু ‘পিকু’র ছবিতে রণবীরের কমেন্ট থাকবেই থাকবে। এমনকী তা নিয়ে রীতিমতো ট্রোলডও হতে হয় রণবীরকে।

আরও পড়ুন: সলমনের সঙ্গে এই ছবিগুলি রিজেক্ট করেছিলেন দীপিকা!

তবে এই ছবিতেই একটু মজাদার কমেন্ট করতে দেখা গিয়েছে কমেডিয়ান মল্লিকা দুয়াকে। নিজের বোনকে ট্যাগ করেছেন মল্লিকা, আর লিখেছেন, ‘এই দেখো, ইনিই তোমার ১২ নম্বর জিজু।’

‘রামলীলা’ ছবি থেকেই তাঁদের প্রেমপর্বের শুরু বলে বলিমহলে জোর গুঞ্জন। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি রণবীর-দীপিকা কাউকেই। লুকোছাপা ছেড়ে কবে যে নিজেদের সম্পর্কের বিষয়টা খোলসা করবেন তাঁরা, সে দিকেই তাকিয়ে নেটিজেনরা।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement