রণবীর কি এ বার ‘পাড়ুুুকোন’ হবেন?

কিন্তু নবপরিণীতা দীপিকা পাড়ুকোনের মত আলাদা। তাঁকে যখন কষ্ট করে নিজের নাম তৈরি করতে হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই নাম কোনও মতেই পাল্টাতে রাজি নন তিনি।

Advertisement
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০০:২১
Share:

রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন।

‘মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি’... কত বড় সত্যি কথা! এ যুগে দাঁড়িয়েও বিবাহিত মেয়েদের নামের পিছনে জুড়ে যায় শ্বশুরবাড়ির পদবি। এখনকার অনেক মেয়েই বিয়ের আগের পদবি ছাড়তে নারাজ, ফলে নাম বাড়তেই থাকে।

Advertisement

সিনেজগতেও সেই প্রতিফলন পড়ে বইকি! গত বছরেই বেশ কয়েক জন সেলেব বাঁধা পড়েছেন বিবাহবন্ধনে। আর পাল্টে ফেলেছেন নাম। ছিলেন সোনম কপূর, হলেন সোনম কে আহুজা। এ দেশ-বিদেশ ঘুরে প্রিয়ঙ্কা চোপড়াও হয়ে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

কিন্তু নবপরিণীতা দীপিকা পাড়ুকোনের মত আলাদা। তাঁকে যখন কষ্ট করে নিজের নাম তৈরি করতে হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই নাম কোনও মতেই পাল্টাতে রাজি নন তিনি। পদবি পরিবর্তনের কথাও কখনও আলোচনার প্রসঙ্গ বলে মনে করেন না দীপিকা। তবে পদবি পাল্টানোর ব্যাপারে এক পা এগিয়েই আছেন তাঁর স্বামী রণবীর সিংহ! রণবীরের মতে, আগেই তো তিনি নিজের সারনেম ভাবনানি ছেঁটে ফেলে হয়েছেন সিংহ। পরে তার মধ্যে পাড়ুকোন জুড়ে নিতেও কোনও সমস্যা নেই তাঁর। তবে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অন্তত নিজের নামে পাড়ুকোন জুড়ে ফেলেননি নায়ক!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement