বহুদিন আগেই তাঁদের চোখের জাদুতে মজেছে বলিউড। তাঁরা কাজল এবং ঐশ্বর্য রাই বচ্চন। এ বার পেশাদারি লড়াই ভুলে খোলাখুলি সে কথা স্বীকার করে নিলেন আরও এক নায়িকা দীপিকা পাডুকোন। সম্প্রতি ‘ভোগ আইওয়্যার’ তিন সুনেত্রার কথা মাথায় রেখে তার নতুন ফ্যাশন রেঞ্জ বাজারে আনল। এই তিন জনের একজন দীপিকা। অন্য দু’জন হলেন ব্রাজিলিয়ান মডেল আড্রিয়েনা লিমা এবং চিনের অভিনেত্রী লিউ শিশি। সেখানেই কাজল এবং ঐশ্বর্যর চোখের প্রশংসা করেছেন দীপিকা।