Deepika Padukone

ছোট বেলার ছবি শেয়ার করলেন রণবীর, আর দীপিকা বললেন...

ইনস্টাগ্রামে ছোট বেলার একটা ছবি শেয়ার করেছিলেন রণবীর। সে ছবিতে রণবীরের অদ্ভুত একটা হেয়ার স্টাইল। কিন্তু সেই হেয়ার স্টাইল পছন্দ হল না দীপিকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০৯:১৫
Share:

রণবীরের সেই ছবি।

টিনসেল টাউনে তাঁদের বিয়ে নিয়ে চর্চা বিস্তর। এ দিকে তাঁরা কিন্তু স্পিকটি নট। ইনস্টাগ্রামে কিন্তু লুকোচুরি খেলাটা চালিয়ে যাচ্ছেন জোরকদমেই। কথা হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের সম্পর্ক নিয়ে।

Advertisement

ইনস্টাগ্রামে ছোট বেলার একটা ছবি শেয়ার করেছিলেন রণবীর। সে ছবিতে রণবীরের অদ্ভুত একটা হেয়ার স্টাইল। কিন্তু সেই হেয়ার স্টাইল পছন্দ হল না দীপিকার।

ছবিটি পোস্ট করে রণবীর লিখেছিলেন ‘অ্যাভান্ট গ্রেড সিন্স ১৯৮৫’। সে ছবিতে নজর গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়ারও। আলিয়া ভট্ট থেকে রণবীর সিংহও লাইক করেছেন সেই ছবিটিতে।

Advertisement

রণবীরের ছবিতে দীপিকার সোজা উত্তর ‘নোওওওওওওওওও’।

তবে দীপিকার কমেন্টই ছিল চোখে পড়ার মতো। একটাই উত্তর তাঁর। সোজাসুজি লিখে দিলেন ‘নোওওওওওওওওও’।

আরও পড়ুন:

বোমান ইরানি, কল্কিদের বলিউড এন্ট্রির এই গল্পগুলি জানতেন?

দেখুন, ‘শব্দকল্পদ্রুম’-এর ট্রেলার, এ বার মুক্তির অপেক্ষা

দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। ১০ নভেম্বর নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে এমন গুজবও রটেছে। কিন্তু এ সব গুজবে কান দেওয়ার যেন সময়ই নেই দু’জনের। তবে এই লুকোচুরি খেলার শেষ যে কবে তা শুধুমাত্র সময়ই বলবে।

ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement