Deepika Padukone

দীপিকা বলেছিলেন রণবীরের সঙ্গে দাম্পত্য মজার, তবু বৌমাকে কোন সাবধানবাণী দেন শ্বশুর-শাশুড়ি?

দীপিকাকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে ভালবাসা দেখাতেন রণবীর। যদিও সেই বহর সম্প্রতি কমেছে। বিয়ের দু’বছরের মাথায় দীপিকাকে কোন বিষয়ে সাবধান করে দেন রণবীরের বাবা-মা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৯
Share:

(বাঁ দিকে) রণবীর সিংহ (ডান দিকে) দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

প্রায় সাত বছর হতে চলল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের দাম্পত্যের। গত বছর কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। একটা সময় প্রায়শই দীপিকাকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে ভালবাসা দেখাতেন রণবীর। যদিও সেই বহর সম্প্রতি কমেছে। জানা যাচ্ছে, বিয়ের দু’বছরের মাথায় দীপিকাকে একটি বিষয়ে সাবধান করে দেন রণবীরের বাবা-মা।

Advertisement

তখন রণবীরের সঙ্গে বিয়ের সবে দু’বছর হয়েছে। এক সাক্ষাৎকারে দীপিকাকে দাম্পত্যজীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রণবীরের সঙ্গে বিবাহিত জীবন মজায় কাটছে। তবে রণবীরের বাবা-মা সেই সময় বলে ওঠেন, ‘‘ দাঁড়াও! ৩৫টা বছর যাক।’’ তাতেই দীপিকা জানান, তিনি ও রণবীর মানুষ দুটো আলাদা। একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন, তেমনও নয়। দীপিকার কথায়, ‘‘আমি ভীষণ নিয়ম মেনে চলা মানুষ। রণবীরের জীবনযাপনের ধরন আলাদা, বেশ কষ্টকর। তবু মানিয়ে নিয়েছি আমরা একে অপরের সঙ্গে। তাই ৩৫ বছর হওয়ার আগে মুহূর্তেগুলো আনন্দে কাটিয়ে নিতে চাই। পরেরটা পরে দেখা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement