দুনিয়ার কাছে রণবীর জোকার, আমার কাছে নয়: দীপিকা

রণবীর জোকারের মতো লাফালাফি করতে পারে, আমার কাছে সে সেন্সিটিভ, ইমোশনাল। এক সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউয়ে এ ভাবেই নিজের এবং রণবীর সিংহের সম্পর্কের জল্পনা আরও খানিকটা উস্কে দিলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১৭:৫১
Share:

রণবীর জোকারের মতো লাফালাফি করতে পারে, আমার কাছে সে সেন্সিটিভ, ইমোশনাল। এক সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউয়ে এ ভাবেই নিজের এবং রণবীর সিংহের সম্পর্কের জল্পনা আরও খানিকটা উস্কে দিলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

ওই সাক্ষাৎকারে তিনি রণবীরের পার্সোনালিটি, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি সমস্ত কিছু নিয়েই খোলাখুলি আলোচনা করলেন।

দীপিকা বলেন, ‘‘অনেকেই রণবীরের বুদ্ধিমত্তার পরিচয় পাননি। তাঁদের কাছে হয়তো রণবীর নেহাতই এক জন জোকার। যে শুধু লাফালাফি করতেই জানে। কিন্তু আমার কাছে সে ভীষণই সংবেদনশীল এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব।’’ তবে যতই সুনাম করুক না কেন রণবীরের। দু’জনে কবে বিয়ে করছেন সে প্রশ্ন খুব সুচারুভাবেই এড়িয়ে গিয়েছেন তিনি।

Advertisement

বন্ধুত্ব ছিলই। তবে বাজিরাও মস্তানি ছবিটি করার পর থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের পরে রণবীর সিংহের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠাতা স্বভাবতই নজর কাড়ে সংবাদমাধ্যমের। তখন থেকেই দু’জনকে নিয়ে জোর জল্পনা শুরু গ্ল্যামার দুনিয়ার অন্দরমহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement