Entertainment News

সুপারউওম্যান দীপিকা

ভারতের প্রথম ফিমেল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজ়ির মুখ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দুই ছবির বাজেট স্থির করা হয়েছে ৩০০ কোটি টাকা!

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০০:০২
Share:

দীপিকা

অনুপ্রেরণা অবশ্য গ্যাল গ্যাডট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান’। কিন্তু ভারতের প্রথম ফিমেল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজ়ির মুখ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দুই ছবির বাজেট স্থির করা হয়েছে ৩০০ কোটি টাকা! এই প্রথম এক জন মহিলা তারকাকে নিয়ে এত বড় বাজেটে ছবি করার কথা ভাবছেন ভারতীয় নির্মাতারা।

Advertisement

এ-ও শোনা গিয়েছে, ছবিটি সায়েন্স ফিকশন। মনে করা হচ্ছে, ‘ওয়ান্ডার ওম্যান’ যখন অনুপ্রেরণা, দীপিকার কস্টিউমও গ্যাল গ্যাডটের মতোই লাস্যময় হবে। তবে ছবির কাজ শুরু হতে আগামী বছর। আর এই সময়টা দীপিকা দেবেন প্রশিক্ষণের জন্য। মিক্সড মার্শাল আর্ট থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট— ছবির জন্য লড়াইয়ের বিভিন্ন ফর্ম আয়ত্ত করতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement