Deepika Padukone

Gehraiyaan: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দীপিকার ছবি

বিদ্যা বালন এবং তাপসী পান্নু—গত দেড় বছরে এই দুই অভিনেত্রীর একাধিক ওটিটি রিলিজ় হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৬:৫৭
Share:

ছবিতে দীপিকা

অমিতাভ বচ্চন, সলমন খান অক্ষয়কুমার আগেই পথ দেখিয়েছেন। তালিকায় যুক্ত হল দীপিকা পাড়ুকোনের নাম! ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’, যে ছবিতে মুখ্য চরিত্রে দীপিকা, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ওটিটি রিলিজ়ের ঘোষণার পাশাপাশি, ছবির নামও প্রকাশ্যে আনা হল সোমবার।

Advertisement

বিদ্যা বালন এবং তাপসী পান্নু—গত দেড় বছরে এই দুই অভিনেত্রীর একাধিক ওটিটি রিলিজ় হয়েছে। তবে স্টারভ্যালুর দিক থেকে দীপিকা এই দুই অভিনেত্রীর চেয়ে এগিয়ে। দীপিকার শেষ হল রিলিজ় ‘ছপাক’ বক্স অফিসে চলেনি। নতুন ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, ছবির বিষয় সংবেদনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বক্স অফিসের অঙ্কের চেয়ে ওটিটির ভিউয়ারশিপের উপরেই আস্থা রাখছেন প্রথম সারির প্রযোজকেরা। এই ছবির যৌথ প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস এবং ভায়াকম।

‘কপূর অ্যান্ড সনস’খ্যাত পরিচালক শকুন বাণিজ্যিক মোড়কে স্পর্শকাতর গল্প বলতে পারেন। এই ছবির ট্রেলারে ফুটে উঠেছে, আধুনিক সম্পর্কের চাপানউতোর। প্রেম, যৌনতার জটিল সমীকরণে ঘুরপাক খায় তিন মুখ্য চরিত্রের জীবন। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং রজত কপূর। জানুয়ারির শেষে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement