Entertainment News

দেখুন দীপিকা-রণবীরের বিয়ের নতুন ছবি

শেষমেশ আরও একটি ছবি সামনে এল দু’জনের। লেক কোমোয় ভিলা ডেলবিয়ানেলোতে ছবিটি শেয়ার করেছেন রণবীর সিংহেরই স্টাইলিস্ট নিতারা গৌরব। আর সেই ছবি আসা মাত্রই ভাইরাল। সে ছবিতে যেমন নিতারা গৌরব রয়েছেন, তেমনই রয়েছেন অনুষ্কার হেয়ার স্টাইলিস্ট গ্যাব্রিয়েল জর্জিউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৮:৩২
Share:

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিটিই শেয়ার করেছেন রণবীর সিংহের স্টাইলিস্ট নিতারা গৌরব

যাঁর বিয়ে তাঁর খোঁজ নেই, পাড়া-পড়শির ঘুম নেই!

Advertisement

দীপিকা আর রণবীরের অবস্থা কিছুটা সেরকমই। বিয়ের পর তাঁদের এক ঝলক দেখতে হাপিত্যেশ হয়ে বসেছিল ভক্তকুল। বৃহস্পতিবার রাত আটটার কিছু পরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁদের বিয়ের দু’টি ছবি। কিন্তু তার পর আর কোনও ছবি নেই।

শেষমেশ আরও একটি ছবি সামনে এল দু’জনের। লেক কোমোয় ভিলা ডেলবিয়ানেলোতে তোলা ছবিটি পোস্ট করেছেন রণবীর সিংহেরই স্টাইলিস্ট নিতারা গৌরব। আর ইনস্টাগ্রামে সেই ছবি আসা মাত্রই ভাইরাল। সে ছবিতে যেমন নিতারা গৌরব রয়েছেন, তেমনই রয়েছেন দীপিকার হেয়ার স্টাইলিস্ট গ্যাব্রিয়েল জর্জিউ।

Advertisement

যদিও আজই দু’জনের বিয়ের আগের মুহূর্তের আর একটি ছবি শেয়ার করেছেন ড্রেস ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

আরও পড়ুন: বিরুষ্কা, দীপবীরের বিয়ের এই মিলগুলো খেয়াল করেছেন?

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের ছবি নিয়ে বিরাট আলোচনা সোশ্যাল মিডিয়াতে। বিরুষ্কার বিয়ের সব ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে দীপবীরের বিয়ের ছবি।

Us and ours ❤️❤️❤️ #MrsandMrRanveerSingh #deepveerkishaadi #ranveerkishaadi

A post shared by Nitasha Gaurav (@nitashagaurav) on

ক্যামেরার ঝলকানি রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছিলেন পাত্র-পাত্রী। এমনকি অতিথিদের মোবাইল ফোনের ক্যামেরা স্টিকার দিয়ে আটকে দেওয়া হয়েছে বলেও বলিসূত্রের খবর। নবদম্পতির একটিও ছবি যাতে না ওঠে তা নিশ্চিত করতে ইতালিরই এক নিরাপত্তা সংস্থাকে বেছে নিয়েছিলেন দীপবীরের পরিবার।

আরও পড়ুন: দীপিকার বিয়ের আংটির দাম…

তবে এখন নবদম্পতির দেশে ফেরার অপেক্ষামাত্র! কারণ অপেক্ষায় রয়েছে রিসেপশন পার্টি। তার থেকেও বেশি অপেক্ষা করছে গোটা বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement