Entertainment News

যেন ‘পিঙ্ক’-এর বিপরীত, ‘না’ মানে ‘না’ নয়, বলল হাইকোর্ট

যে ভাষাতেই বলা হোক না কেন, ‘না’ মানে ‘না’। ‘নো’ মিনস ‘নো’। এই শব্দটা নিজেই একটা বাক্য। এর পর আর কোনও কথা চলে না। অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’-এর সেই কোর্টরুমের দৃশ্যের কথা মনে আছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪০
Share:

‘পিঙ্ক’-এর সেই কোর্টরুমের দৃশ্য।

‘না’।

Advertisement

‘নো’।

যে ভাষাতেই বলা হোক না কেন, ‘না’ মানে ‘না’। ‘নো’ মিনস ‘নো’। এই শব্দটা নিজেই একটা বাক্য। এর পর আর কোনও কথা চলে না। অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’-এর সেই কোর্টরুমের দৃশ্যের কথা মনে আছে? যেখানে দুঁদে আইনজীবী দীপক সেহগল বলেছিলেন, ‘না নিজেই একটা বাক্য’। ‘পিঙ্ক’-এর সেই ডায়লগ সে সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কিন্তু ‘ডায়লগ’ যে শুধুমাত্র ‘ডায়লগ’ই থেকে গিয়েছে তা প্রমাণ করল সাম্প্রতিক একটি ঘটনা।

Advertisement

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেফতার ভোজপুরী ফিল্মের নায়ক

সম্প্রতি ‘পিপলি লাইভ’ ছবির সহপরিচালক মহম্মদ ফারুকিকে ধর্ষণ মামলায় ক্লিনচিট দিয়েছে দিল্লি হাইকোর্ট। ৮২ পাতার রিপোর্টে বলা হয়েছে, মেয়েদের ‘না’ বলার অর্থ সব সময় ‘না’ নয়! আমেরিকার বাসিন্দা ৩৫ বছরের এক মহিলা ২০১৫-এ দিল্লিতে এসেছিলেন। সে সময় ফারুকি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ফারুকির সাত বছর জেলের রায় ঘোষণা করে ফাস্ট ট্র্যাক আদালত। কিন্তু হাইকোর্ট রায় দেয় ফারুকির পক্ষেই। তদন্তে উঠে এসেছে, ওই মহিলা ফারুকিকে ‘না’ বলেছিলেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, মেয়েদের ‘না’ বলার অর্থ সব সময় ‘না’ না হতেও পারে।

আরও পড়ুন, আত্মসমর্পণ করলেন ধর্ষণে অভিযুক্ত ‘রা.ওয়ান’-এর প্রযোজক

ঠিক এই কারণেই সিনেমার ‘ডায়লগ’ আজও ‘ডায়লগ’ই থেকে গিয়েছে। ঠিক এই কারণেই কি কোনও পুরুষের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতা হলেই তিনি আজও মেয়েটির শরীর স্পর্শ করার লাইসেন্স পেয়ে গিয়েছেন বলে মনে করেন? ঠিক এই কারণেই কি রিল আর রিয়েলের মধ্যে লক্ষ, কোটি যোজনের ফারাক থাকে?

সূত্রের খবর, অভিযোগকারিনীর আইনজীবী বৃন্দা গ্রোভার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন