Pre wedding

সিঙ্গলহুডকে বিদায় জানাতে তুমুল নাচ, ভাইরাল দেশি কনের ভিডিয়ো

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১০:০৬
Share:

ইনি দেশি কনে নীতি পাঞ্চোলি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মার মতো তারকাদের বিবাহ যে চাকচিক্যময় হবে, তা তো জানা কথা। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রত্যেক নারীর জীবনেই এটি একটি বিশেষ মুহূর্ত। সকলেই চায় নিজের বিবাহকে স্মরণীয় করে রাখতে। সে রকমই প্রাক বিবাহে নিজের বান্ধবীদের সঙ্গে নাচগানের একটি ভিডিও শেয়ার করেছেন নীতি পাঞ্চোলি নামে এক জন। সেই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Advertisement

এটি প্রাক-বিবাহ ফোটো সেশনের একটি ভিডিয়ো। তাতে কঙ্গনা রাণাউতের ‘শিমরান’ ছবির ‘সিঙ্গল রেহনে দে’গানে নিজের বান্ধবীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে নীতিকে। হবু বরের জায়গা হয়নি সেখানে। এই নাচ গানের মাধ্যমেই সিঙ্গলহুডকে বিদায় জানাচ্ছেন তিনি।

Advertisement

A post shared by CoolBluez photography (@coolbluezphotography) on

ভিডিয়োটি শুট করা হয়েছে তাইল্যান্ডের হুয়াহিনে। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৩০ হাজার লোক এটি দেখেছেন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে বিয়ে, দেখে নিন প্রিয়ঙ্কার বিয়ের অতিথি তালিকা

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement