ধনুশের হলিউডে পা, বিপরীতে কে এই সুন্দরী?

তামিল ইন্ডাস্ট্রির পর বলিউড। এ বার তাও পেরিয়ে গিয়ে একেবারে হলিউডে এন্ট্রি নিলেন ধনুশ। আন্তর্জাতিক ছবিতে প্রথম কাজ করতে চলেছেন এই তামিল অভিনেতা৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:২৭
Share:

তামিল ইন্ডাস্ট্রির পর বলিউড। এ বার তাও পেরিয়ে গিয়ে একেবারে হলিউডে এন্ট্রি নিলেন ধনুশ। আন্তর্জাতিক ছবিতে প্রথম কাজ করতে চলেছেন এই তামিল অভিনেতা৷ পরিচালক মার্জানে সাতরাপি পরিচালিত ‘দি এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির হু গট ট্রাপ্ট ইন অ্যান ইকেয়া কাপবোর্ড’ ছবিতে উমা থরম্যান, আলেক্সান্দ্রা দাদ্দারিও বিপরীতে কাজ করবেন তিনি৷

Advertisement

অনেককে বাদ দিয়ে ধনুশকে কেন এই চরিত্র নিলেন সাতরাপি? এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ‘‘আমি বেশ কিছু ভারতীয় ছবি দেখেছি৷ তার মধ্যে ধনুশের ছবি আমার ভাল লেগেছে৷ ওঁকে পর্দায় দেখে মনে হয়েছে এই চরিত্রটির জন্য ধনুশ যোগ্য৷’’

সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘শমিতাভ’-এ অভিনয় করেছেন ধনুশ৷ প্রশংসিত হয়েছেন ঘরে-বাইরে। এ বার তাঁর হলিউড ডেব্যুর জন্য অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।

Advertisement

আরও পড়ুন, বিয়ে করার জন্য অজয়কে কী শর্ত দিয়েছিলেন কাজল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement