Dhumketu

শুভশ্রীর জন্যই ‘ধূমকেতু’ করতে রাজি হয়েছিলেন দেব! নায়িকার অনুপস্থিতিতে নায়কের স্বীকারোক্তি

এই দিনও উঠে আসে ছবির নায়িকা অর্থাৎ শুভশ্রীর কথা। গত দশ বছর পরস্পরের সঙ্গে কথা বলেননি দেব ও শুভশ্রী। কিন্তু এই ছবি নাকি শুভশ্রীর জন্যই করতে রাজি হয়েছিলেন দেব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৬:৫৩
Share:

শুভশ্রীকে নিয়ে কী বললেন দেব? ছবি: সংগৃহীত।

হ্যালির ধূমকেতুর দেখা মেলে না সহজে। বাস্তবে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’-রও দেখা মেলেনি সহজে। তার আত্মপ্রকাশ হচ্ছে দীর্ঘ ১০ বছর পরে। ছবির জুটিকে ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কেমন ছিল দেব-শুভশ্রীর শেষ ছবির রসায়ন। ছবির প্রথম ঝলক ও প্রথম গানে সেই রেশ পাওয়া গিয়েছে কিছুটা। এ বার মুক্তি দ্বিতীয় গানের।

Advertisement

মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল সেই গান প্রকাশের অনুষ্ঠান। চেনা মেজাজেই দেবও উপস্থিত ছিলেন এই দিন। জোরকদমে ‘ধূমকেতু’র প্রচার করছেন তাঁরা। উপস্থিত ছিলেন ছবির বাকি কলাকুশলীরাও। কিন্তু এলেন না ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ দিনও প্রাক্তন জুটি মুখোমুখি হলেন না। যদিও গত কয়েকটি সাক্ষাৎকারে পরস্পরের কাজের প্রশংসা করেছেন তাঁরা।

এই দিনও উঠে আসে ছবির নায়িকা অর্থাৎ শুভশ্রীর কথা। গত দশ বছর পরস্পরের সঙ্গে কথা বলেননি দেব ও শুভশ্রী। কিন্তু এই ছবি নাকি শুভশ্রীর জন্যই করতে রাজি হয়েছিলেন দেব। নিজেই জানান টলি তারকা। তাঁর অভিব্যক্তি, “ভাগ্যিস শুভশ্রীর জন্য এই ছবিটায় হ্যাঁ করেছিলাম। আমি এই ছবির জন্য গর্বিত।”

Advertisement

ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, দেবকে এই ছবিতে যে ভাবে মানুষ দেখবে, তা একেবারে আনকোরা। এই ভাবে আগে তাঁকে কখনওই দেখা যায়নি। দেব জানান, এর আগেও আরও একটি ছবি করার কথা ছিল প্রযোজক রানা সরকারের সঙ্গে। সেই ছবিতে দুটি জুটি ছিল— রাহুল অরুণোদয়-প্রিয়ঙ্কা সরকার এবং দেব-শুভশ্রী। কিন্তু সেই ছবি শেষ পর্যন্ত আলো দেখেনি। কিন্তু অবশেষে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement