মরুভূমিতে প্রেম

মরুভূমি ছাড়াও গানের শুটিং হয়েছে হাট্টার একটি হ্রদে। সেখানকার জল পান্নার মতো সবুজ।

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০০:০৪
Share:

রাজা চন্দের নতুন ছবি ‘কিডন্যাপ’-এর একটি গানে মরুভূমির বুকে লাল শিফনে উষ্ণতা বাড়াচ্ছেন রুক্মিণী মৈত্র। সঙ্গে ব্ল্যাক ভেস্টে দেব। পরিচালক বলছিলেন শুটিংয়ের গল্প।

Advertisement

‘‘দুবাই থেকে আবু ধাবি যাওয়ার পথে পর পর মরুভূমি। দিনের বেলায় বালি খুব গরম। তবে রোদ পড়তেই বালি ঠান্ডা হয়ে যেত। সঙ্গে ঝোড়ো হাওয়া। একটা মরুভূমিতে শুট শুরু করেছিলাম। পরে শুনলাম, সেটা প্রাইভেট। তখন অন্য জায়গায় শিফ্‌ট করলাম।’’

মরুভূমি ছাড়াও গানের শুটিং হয়েছে হাট্টার একটি হ্রদে। সেখানকার জল পান্নার মতো সবুজ। দেব-রুক্মিণী ছাড়াও গানটিতে রয়েছে একটি উট ও বাজপাখি। রাজা বলছিলেন, ‘‘বাজপাখি ঠুকরে দেওয়ার ভয়ে তার ঠোঁটে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। তবে পাখির ঠোঁট থেকে ক্যাপটা খুলে দিতে বলে দেব।’’ এমন চ্যালেঞ্জ তিনি ছাড়া আর কে-ই বা নিতে পারেন!

Advertisement

গানের কথা লিখেছেন খোদ পরিচালক। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে কণ্ঠ দিয়েছেন রিয়্যালিটি শো বিজয়ী পবনদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement