Devlina Kumar

Devlina Kumar: ভুল হলেও মুখ্যমন্ত্রী কোভিড মোকাবিলায় লড়ছেন! সমালোচকদের তুলোধনা দেবলীনা কুমারের

সবাই কৌতূহলী, কী কারণে এত ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কথায়? তখনই বিস্ফোরক দেবলীনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৭:৩১
Share:

সমালোচকদের জবাব দিলেন দেবলীনা।

গোটা বিশ্বের পাশাপাশি এ দেশেও ফের অতিমারির চোখরাঙানি। বাংলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সমালোচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার। অনেকেরই দাবি, বড়দিন থেকে বর্ষশেষের রাত পর্যন্ত দলে দলে পথে নেমেছেন এ রাজ্যের মানুষ। অধিকাংশের মুখে মাস্ক ছিল না। দূরত্ববিধিও শিকেয় ওঠে। সরকার সেই ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, পুর-নির্বাচনের আগে প্রচারে মিছিল, জমায়েত, সভা-সমাবেশের দিকেও আঙুল তুলছেন অনেকে। দেদার সমালোচনা চলছে ফেসবুকের পাতায়। সে সবের বিরুদ্ধে সোমবার ফেসবুকেই ক্ষোভ উগরে দিয়েছেন দেবলীন কুমার। তাঁর কথায়, ‘ভুল হলেও মুখ্যমন্ত্রী তো সমানে কোভিড মোকাবিলায় লড়ছেন!’

আজন্ম রাজনৈতিক পরিবেশে লালিত। বাবা দেবাশিস কুমার শাসক দলের বিধায়ক, পুরপিতা। স্বাভাবিক ভাবেই তৃণমূলের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাঁর গায়ে লাগবেই। এর আগেও শাসক দল এবং তাঁর বাবাকে কেউ কটাক্ষ করলে ছেড়ে কথা বলেননি বিধায়ক-কন্যা। সপাটে জবাব দিয়েছেন। এ বারও তার অন্যথা হয়নি। সমালোচকদের উদ্দেশে তাঁর কথার শুরুতেই ব্যঙ্গ ঝরেছে, ‘কিছু অদ্ভুত মানুষ আছেন ফেসবুকে। সব কিছুতেই তাঁরা অসুখী! তাঁদের এমন ভাব যে তাঁরা অতি বিজ্ঞ! আর আমাদের সরকার অজ্ঞ।’ অভিনেত্রীর আরও দাবি, এই সব মানুষেরা ভোটের দিন কষ্ট করে রাস্তায় বেরোন না। হাল্কা মেজাজে ‘চিল’ করেন!

Advertisement

সবাই কৌতূহলী, কী কারণে এত ব্যঙ্গ-বিদ্রূপ অভিনেত্রীর কথায়? তখনই বিস্ফোরক দেবলীনা। লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীও আপনাদের মতো প্রথম বার কোভিড-এর মোকাবিলা করছেন। ভুল হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী লড়ে যাচ্ছেন।’ এর থেকেই পরিষ্কার, রাজ্যে অতিমারির প্রাবল্য, ফের কড়াকড়ি, স্কুল-কলেজ বন্ধ ইত্যাদি বন্ধ নিয়ে সরব যাঁরা, তাঁদের এক হাত নিয়েছেন দেবাশিস-তনয়া। সমালোচনাকারীরা এ ব্যাপারে তুলনা টেনেছেন বিদেশের। তাঁদের মতে, বিদেশে অত্যন্ত সুষ্ঠু ভাবে এই সমস্যার মোকাবিলা করছে প্রশাসন। ভারত সে বিষয়েও পিছিয়ে! অন্য দেশের সঙ্গে নিজের দেশের এই তুলনাও মেনে নিতে পারেননি মহানায়কের নাতবউ। তাঁর দাবি, ‘আসলে, বিদেশে যা-ই হোক সবই বাহ বাহ! আর স্বদেশে যা-ই হোক সবই হাঃ হাঃ।’

এ টুকুতেই সন্তুষ্ট নন দেবলীনা। এই সমালোচনাকারীদের তিনি বিশেষ নামকরণও করেছেন। তাঁর চোখে এঁরা ‘ইঙ্গ মায়ের বঙ্গ সন্তান!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement