Health Updates Of Dharmendra

শ্বাসকষ্টের কারণেই কি তড়িঘড়ি হাসপাতালে ধর্মেন্দ্র? এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

সংবাদমাধ্যম সূত্রে এও জানা যাচ্ছে, তিনি নাকি গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি। কোনও বিশেষ চিকিৎসার জন্যই কি তিনি হাসপাতালে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১০:৪৮
Share:

ধর্মেন্দ্র স্থিতিশীল। ছবি: সংগৃহীত।

শুক্রবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন বলিউড। শনিবার জানা গিয়েছে, ভাল আছেন ধর্মেন্দ্র। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানো হয় আইসিইউ-তে। শুক্রবার রাতে তিনি ভাল ঘুমিয়েছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক। বাকি শারীরিক প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে।

Advertisement

খবর, নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমকে বলেছেন, “ধর্মেন্দ্র স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া স্বাভাবিক। যেমন, হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবের পরিমাণও ভাল। কোনও যন্ত্র নয়, স্বাভাবিক ভাবেই হচ্ছে সব কিছু।”

কর্ণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র প্রমাণ করে দিয়েছেন, বয়স সংখ্যামাত্র। ভাল চিত্রনাট্য এবং চরিত্র পেলে তিনি এখনও নিজেকে উজাড় করে দিতে পারেন। ছবিতে তাঁর আর শাবানা আজ়মির চুম্বন সাড়া ফেলে দিয়েছিল। বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে মায়ানগরী। ফলে, ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই চিন্তিত সকলেই।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে এও জানা গিয়েছে, গত পাঁচ দিন ধরে তিনি নাকি হাসপাতালে। নিয়মিত পরীক্ষা করাতেই ভর্তি হয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার একটি ভিডিয়ো সেই সময় ভাইরাল হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি উপস্থিত চিত্রসংবাদিকদের বলছেন, “এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। ভাল আছি। চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল। তাই অস্ত্রোপচার করাতে হল।”

৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের জন্মদিন। তিনি নব্বইয়ে পা দেবেন। শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। দেখা যাবে জয়দীপ আহলাওয়াত-সহ নামজাদা অভিনেতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement