Dharmendra hospitalized

অসুস্থ ধর্মেন্দ্র! তড়িঘড়ি বর্ষীয়ান তারকাকে ভর্তি করানো হল হাসপাতালে, কী হয়েছে তাঁর?

বর্ষীয়ান তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই আরোগ্য কামনা শুরু করেন সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৩১
Share:

অসুস্থ ধর্মেন্দ্র, উদ্বেগে অনুরাগীরা! ছবি: সংগৃহীত।

হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র। আগামী ডিসেম্বর মাসেই ৯০ বছর পূর্ণ করবেন বর্ষীয়ান অভিনেতা। তার আগেই কি অসুস্থ হয়ে পড়লেন তিনি? জানা যাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কী হয়েছে তাঁর?

Advertisement

জানা যাচ্ছে, বার্ধক্যজনিত বেশ কিছু অসুখে ভুগছেন তিনি। তাই নিয়মিত চেকআপ-এর জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। ধর্মেন্দ্রের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “ডিসেম্বর মাসে ওঁর ৯০ বছর পূর্ণ হচ্ছে। বয়সজনিত বেশ কিছু অসুখ জাঁকিয়ে বসেছে। সেগুলির পরীক্ষানিরীক্ষা করতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।”

বর্ষীয়ান তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই আরোগ্য কামনা শুরু করেন সমাজমাধ্যমে। তবে ধর্মেন্দ্রের পরিবার বা সহযোগী দলের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

চলতি বছরের শুরুতেই ধর্মেন্দ্র নিজে একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি সুস্থ। এমনকি, এখন তিনি ফিট থাকতে কী কী করেন তা নিয়েও নানা তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। বর্ষীয়ান তারকা জানিয়েছিলেন, ফিট থাকতে তিনি নিয়মিত ফিজ়িয়োথেরাপির সাহায্য নিচ্ছেন।

রেজ়িসট্যান্ট ব্যান্ডের সাহায্যে পায়ের ব্যয়াম করার ভিডিয়োও পোস্ট করেছিলেন ধর্মেন্দ্র। ভিডিয়োয় অভিনেতা বলেছিলেন, ‘‘আমি ব্যয়াম করা শুরু করেছি। খুব ভাল লাগছে। মনে হয়, আপনারাও আমাকে এই ভাবে দেখে খুশি হয়েছেন।’’

উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে ধর্মেন্দ্রের অভিনয় সফর শুরু হয়। ২০২৪-এ তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেরী বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement