Border 2

‘দাদা তুমিই সেরা’, সানির প্রশংসায় পঞ্চমুখ বোন ঈশা, ‘বর্ডার ২’ দেখে কী বললেন তিনি?

ধর্মেন্দ্রের প্রয়াণের পরে সানি এবং ববি দেওলের পরিবার আলাদা করে প্রবীণ অভিনেতার স্মরণসভার আয়োজন করেছিলেন। অন্য দিকে, হেমা স্মরণসভার আয়োজন করেন আলাদা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:২০
Share:

বোন ঈশা এবং অহনাকে সঙ্গে নিয়ে সানি দেওল। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে দেওল পরিবারের কলহ নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। শোনা গিয়েছিল, অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পরে তাঁর প্রথমপক্ষের সন্তান এবং পরিবারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে হেমা মালিনী এবং তাঁর মেয়েদের। কিন্তু সেই সব আলোচনা নস্যাৎ করে দাদা সানি দেওলের সঙ্গে দেখা গেল ঈশা দেওল এবং তাঁর বোন অহনা দেওলকে।

Advertisement

ধর্মেন্দ্রের প্রয়াণের পরে সানি এবং ববি দেওলের পরিবার আলাদা করে প্রবীণ অভিনেতার স্মরণসভার আয়োজন করেছিলেন। অন্য দিকে, হেমা স্মরণসভার আয়োজন করেন আলাদা, যা থেকে ধরে নেওয়া হয়েছিল যে, দুই পরিবারের সম্পর্ক ভাল নয়। তবে ‘বর্ডার ২’-এর বিশেষ প্রদর্শনীতে সেই আলোচনার অবসান হল। দুই বোনকে দু’পাশে নিয়ে দেখা গেল সানিকে।

দাদার জন্য বিশেষ লেখা লিখলেন বোন ঈশা। তিনি লেখেন, “দাদা তুমিই সেরা। সবাইকে অনুরোধ করছি দয়া করে পরিবার এবং বন্ধুদের নিয়ে এই ছবি দেখে আসুন।” কিছু দিন আগে এই আলোচনা নিয়ে মুখ খুলেছিলেন হেমাও। তিনি জানিয়েছিলেন দুই পরিবারের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। আলাদা করে কেন স্মরণসভার আয়োজন করেছিলেন সেই কারণও জানিয়েছিলেন অভনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement