বুদাপেস্টে রাজস্থানের রং

ভারতের সর্ববৃহত্ ও সব থেকে ‘রঙিন’ রাজ্য রাজস্থান। সেই রাজ্যের লোক সঙ্গীত ও নৃত্য এ বার পরিবেশিত হবে ইউরোপের সর্ববৃহত্ সঙ্গীত উত্সবে। আগামী মাসের ১০ থেকে ১৭ তারিখ বুদাপেস্টে আয়োজিত হবে এই সঙ্গীতানুষ্ঠান। ‘সিগেট ফেস্টিভ্যাল’ নামে পরিচিত এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীরা জমায়েত হন প্রতি বছর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০০:০৪
Share:

ভারতের সর্ববৃহত্ ও সব থেকে ‘রঙিন’ রাজ্য রাজস্থান। সেই রাজ্যের লোক সঙ্গীত ও নৃত্য এ বার পরিবেশিত হবে ইউরোপের সর্ববৃহত্ সঙ্গীত উত্সবে। আগামী মাসের ১০ থেকে ১৭ তারিখ বুদাপেস্টে আয়োজিত হবে এই সঙ্গীতানুষ্ঠান। ‘সিগেট ফেস্টিভ্যাল’ নামে পরিচিত এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীরা জমায়েত হন প্রতি বছর।

Advertisement

এ বছর অনুষ্ঠানের ২৩তম বার্ষিকী এবং এই বছরই প্রথমবার শ্রোতারা রাজস্থানি সঙ্গীতের সঙ্গে পরিচিত হবেন। ১৬ অগস্ট সঙ্গীতের ওই মঞ্চে প্রায় নব্বই মিনিট পারফর্ম করবে রাজস্থানি ব্যান্ড ‘ধোঁয়াদ’। আপাতত প্যারিসে থাকা এই ব্যান্ড প্রথমবার এই অনুষ্ঠানে তাঁদের দেশের ঐতিহ্য উপস্থাপন করবে প্রায় চার লক্ষ দর্শকের সামনে।

ব্যান্ডের পরিচালক রহিস ভারতী জানিয়েছেন যে তাঁরা তাঁদের নিজেদের ‘কম্পোজিশন’ তুলে ধরবেন বিশ্বের প্রায় ৭০টি দেশের মানুষের সামনে। তাঁদের দলের চন্দা সপেরা ঘুমর নৃত্য পরিবেশন করবেন। তবলা ও করতাল যুগলবন্দি করবেন অমৃত হুসেন ও আরিফ খান। প্রসঙ্গত, বিশ্বমঞ্চে ভারতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য ধোঁয়াদ ব্যান্ডকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন বুদাপেস্টের মেয়র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন