Dhurandhar

‘ধুরন্ধর’ চলাকালীন ধুন্ধুমার কাণ্ড! পাকিস্তানের গ্যাংস্টারদের নিয়ে তৈরি ছবি দেখতে গিয়ে দর্শকের হাতাহাতি

আদিত্য ধর পরিচালিত ছবিতে উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি শহরের কথা। কী ভাবে গ্যাংস্টারদের মধ্যে কোন্দল চলত, তা-ও দেখা গিয়েছে ছবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭
Share:

ধুরন্ধর’ দেখতে গিয়ে ধুন্ধুমার! ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ দেখতে গিয়ে ভোপালের প্রেক্ষাগৃহে ধুন্ধুমার কাণ্ড। এমনকি দর্শকের মধ্যে লেগে গেল হাতাহাতি কাণ্ড। ছবি ঘিরে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান থেকেও উঠেছে নানা অভিযোগ। এ বার ছবি দেখতে গিয়েই বেসামাল হল পরিস্থিতি। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

আদিত্য ধর পরিচালিত ছবিতে উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি শহরের কথা। কী ভাবে গ্যাংস্টারদের মধ্যে কোন্দল চলত, তাও দেখা গিয়েছে ছবিতে। বক্সঅফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। কিন্তু, ছবি দেখতে গিয়ে বাস্তবেই ভোপালের এক প্রেক্ষাগৃহে বচসা শুরু হয়। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি চলাকালীনই প্রেক্ষাগৃহের মধ্যে একদল লোক ঝগড়া করছেন। প্রেক্ষাগৃহের আসনের উপর দাঁড়িয়ে চেঁচামেচি করছেন তাঁরা। শুধুই কথা কাটাকাটিতে বিষয়টি আটকে থাকেনি। হাতাহাতি পর্যন্ত ঘটনা পৌঁছোয়। যার ফলে ছবির প্রদর্শনের উপর প্রভাব পড়ে। থমকে যায় ‘ধুরন্ধর’-এর প্রদর্শন। যার জন্য অন্য দর্শক একে একে বেরিয়ে যেতে শুরু করেন। অনেকে আবার ছবি দেখার জন্য আসনে দাঁড়িয়ে পড়েন। তবে ঠিক কী কারণে এই প্রেক্ষাগৃহে এমন সমস্যা দেখা দিল তা স্পষ্ট নয়।

তবে এই প্রথম নয়। ‘ধুরন্ধর’ দেখতে গিয়ে এর আগেও সমস্যা তৈরি হয়েছে। ছবি দেখতে দেখতে এক দর্শক প্রেক্ষাগৃহের মধ্যেই ধূমপান শুরু করেছিলেন। আর এক প্রেক্ষাগৃহে এক দর্শক জাতীয় সঙ্গীত চলাকালীন আসন ছেড়ে ওঠেননি, যা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। এই সমস্ত প্রতিকূলতা পেরিয়েও ছবি বক্সঅফিসে নজর কাড়ছে। ইতিমধ্যেই দেশে এই ছবির ব্যবসা ১৫০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement