Dia Mirza

গর্ভবতী দিয়া, রোদে ভেজা ফুরফুরে মেজাজের ভিডিয়োয় মুগ্ধ নেটাগরিকরা

সম্প্রতি মলদ্বীপ থেকে ফিরেছেন দিয়া ও বৈভব রেখি। ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৫:৩৩
Share:

দিয়া মির্জা ইনস্টাগ্রাম

৩ দিন আগে বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। প্রথম সন্তানের জন্য অপেক্ষারত দিয়া মির্জার ইনস্টাগ্রাম ভরে উঠছে খোশমেজাজি পোস্টে। মা হতে চলেছেন তিনি। তাঁর নতুন ভিডিয়োয় সে আনন্দ স্পষ্ট।

Advertisement

ইস্টারের মরশুমে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানালেন নব-বধূ এবং সন্তানসম্ভবা বলি তারকা। ‘স্লো মোশন’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঢিলে পোশাকে গাছপালার মাঝখান দিয়ে হেঁটে আসছেন দিয়া। মুখে হাসি। গাছের ফাঁকফোকর দিয়ে গায়ে এসে পড়ছে সূর্যের আলো। নেপথ্যে বাজছে একটি সুর। তার তালে তালে ঘুরছেন অভিনেত্রী।

সম্প্রতি মলদ্বীপ থেকে ফিরেছেন দিয়া ও বৈভব রেখি। ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তাঁরা। মধুচন্দ্রিমায় কেবল তাঁরা ২ জন ছিলেন না। সঙ্গে গিয়েছিলেন বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামায়রা-ও। সেখান থেকেই ছবি পোস্ট করে সকলকে সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী। ছবি পোস্ট করেছিলেন নিজের। লাল পোশাকে বেবি বাম্প ছিল স্পষ্ট। এখন কেবল অপেক্ষা…

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement