‘স্মারক তারা’র জন্য কি খরচ হল দীপিকারই? ছবি: সংগৃহীত।
নতুন পালক দীপিকা পাড়ুকোনের মুকুটে। হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ ‘স্মারক তারা’ প্রাপ্তি হল অভিনেত্রীর। জানা যাচ্ছে, দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই সম্মান পাচ্ছেন। হলিউড চেম্বার অফ কমার্স এই ঘোষণা করেছে। ‘মোশন পিকচার্স’ বিভাগে ঘোষণা করা হয়েছে ‘পিকু’ অভিনেত্রীর নাম। দীপিকা যে স্মারক পুরস্কার পাবেন, তার দাম নাকি আকাশছোঁয়া।
এই সম্মান প্রাপ্তির নেপথ্যে রয়েছে দীর্ঘ পদ্ধতি। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট থেকে জানা যায়, যে কেউ তাঁর পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারেন। এমনকি কোনও অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারেন অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে।
এই মনোনয়ন জমা পড়ার পরে সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রাহ্য হবে না। তারকার পক্ষ থেকে অনুমোদন এলে কোনও স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। অথবা সেই নির্দিষ্ট তারকাও এই ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তারার জন্য খরচ করতে পারে।
এই তারা তৈরি করতে এবং সেটির দেখভালের জন্য বড় অঙ্ক খরচ হয়। জানা যাচ্ছে, দীপিকার নামে তৈরি এই তারার দাম ৭৩ লক্ষ টাকা।
মনোনয়ন আবেদনেও খরচ হয় প্রায় ২৭৫ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৫৩০ টাকা। তবে এখনও জানা যায়নি, দীপিকা পাড়ুকোন নিজেই এই খরচ বহন করেছেন না কি অন্য কোনও স্পনসর এর পিছনে রয়েছে।