Entertainment News

‘লজ্জা বলে তো কিছুই নেই’, ঐশ্বর্যাকেই কি বিঁধলেন জয়া?

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর-ঐশ্বর্যার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে পেজ থ্রিতে। শোনা গিয়েছিল, এ নিয়ে ক্ষোভ রয়েছে বচ্চন পরিবারের অন্দরেও। এমন কী ঐশ্বর্যা নাকি নিজেই কর্ণকে বেশ কিছু দৃশ্য বাদ দিতে অনুরোধ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১৪:২৬
Share:

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর-ঐশ্বর্যার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে পেজ থ্রিতে। শোনা গিয়েছিল, এ নিয়ে ক্ষোভ রয়েছে বচ্চন পরিবারের অন্দরেও। এমন কী ঐশ্বর্যা নাকি নিজেই কর্ণকে বেশ কিছু দৃশ্য বাদ দিতে অনুরোধ করেছিলেন। এ বার নাম না করে সেই ইস্যুতেই কি ঐশ্বর্যাকে বিঁধলেন জয়া বচ্চন?

Advertisement

ঘটনাটি ঠিক কী? সম্প্রতি ১৮তম মামি মুম্বই ফিল্ম ফেস্টিভালে জয়া বলেন, ‘‘আগে পরিচালকরা ছবিতে তাঁদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলি ভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়…।’’

যদিও একবারও ঐশ্বর্যার নাম করে কোনও কথা বলেননি জয়া। তবে বলি টাউনের একটা বড় অংশের মত, রণবীরের সঙ্গে ঐশ্বর্যার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনও ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার। তারই প্রতিফলন দেখা গেল জয়ার কথায়।

Advertisement

আরও পড়ুন, ‘ঐশ্বর্যাকে চুমু খাওয়াটা সুযোগের সদ্‌ব্যবহার’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement