Entertainment News

সইফকে পর পর দু’বার ফিরিয়ে দিয়েছিলেন করিনা?

একবার নয়। পর পর দু’বার সইফকে ফিরিয়ে দিয়েছিলেন করিনা কপূর খান। বলিউডের এই প্রথম সারির কাপলের প্রেমকাহিনি এতদিনে প্রকাশ্যে এল। আর তা শেয়ার করলেন স্বয়ং বেগমসাহেবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬
Share:

একবার নয়। পর পর দু’বার সইফকে ফিরিয়ে দিয়েছিলেন করিনা কপূর খান। বলিউডের এই প্রথম সারির কাপলের প্রেমকাহিনি এতদিনে প্রকাশ্যে এল। আর তা শেয়ার করলেন স্বয়ং বেগমসাহেবা।

Advertisement

করিনার কথায়, ‘‘প্যারিসে একই ট্রিপে পর পর দু’বার আমাকে প্রোপোজ করেছিল সইফ। আর দু’বারই আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। এমনকী সইফের বাবাও এর মাকে ইভনিং ইন প্যারিস শুটিংয়ের সময় প্যারিসেই প্রোপোজ করেছিল।’’

না! হাঁটুমুড়ে বসে চেনা কায়দায় করিনাকে প্রোপোজ করেননি সইফ। বরং প্রথম বার হোটেলের বারে এবং দ্বিতীয়বার প্যারিসের নটরি ড্যাম গির্জায় প্রোপোজ করেছিলেন সইফ। করিনা তখন একেবারেই রাজি ছিলেন না। স্পষ্ট জানিয়েছিলেন, যে কেরিয়ার তাঁর কাছে প্রথম প্রায়োরিটি। কিন্তু দু’দিনের মধ্যেই মত পাল্টান নায়িকা। সইফের প্রস্তাবে রাজি হয়ে যান।

Advertisement

আরও পড়ুন

আমার ফেলে আসা শৈশব, অন্য ভাবে বড় হয়ে ওঠা... সব মিলিয়ে আমার পুজোর সাজ

‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement