বিবাহবিচ্ছেদের জল্পনায় সিলমোহর মোনালির! ছবি: সংগৃহীত।
গত কয়েক দিন ধরেই জল্পনা, গায়িকা মোনালি ঠাকুরের নাকি বিয়ে ভাঙছে। ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘অনুসরণ’ করেন না তাঁরা। এমনকি, গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পাতা ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তার পর থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে। এর মাঝে ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট মোনালির।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন মোনালি, যেখানে মানসিক ও শারীরিক অত্যাচার নিয়ে বার্তা রয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মোনালির গায়ে পড়ছে কিল-চড়। কখনও আবার তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যেই ফুটে উঠছে বেদনা। এই ভিডিয়োটি আসলে মোনালির নিজের গান ‘এক বার ফির’ থেকে কাটা একটি অংশ। এই গানটি তাঁর খুব কাছের, সে কথা জানিয়েছেন মোনালি। গায়িকা লেখেন, ‘‘এটাই কারণ।’’ কিন্তু এই কারণটা যে কিসের ইঙ্গিত, সেটা স্পষ্ট করেননি গায়িকা।
২০১৭ সাল খুব সাধারণ ভাবে নাকি বিয়ে হয় মোনালি ও মাইকের। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। যদিও একসময় অনেকেই তাঁকে ‘গোল্ড ডিগার’ বলেছিল। অর্থের জন্যই নাকি বিদেশি ছেলেকে বিয়ে করেছেন তিনি, ধেয়ে এসেছিল কটাক্ষ। সেই সময়ে গায়িকা জানিয়েছিলেন, তাঁর রোজগার স্বামীর তুলনায় অনেক বেশি। একসময় বিদেশে একসঙ্গে দিনযাপনের অনেক ছবি-ভিডিয়ো ভাগ করে নিতেন। তাঁর স্বামী চাষাবাদ, পশুপালন করতে ভালবাসেন, সে কথাও জানিয়েছিলেন। যদিও সে সব স্মৃতি সমাজমাধ্যম থেকে এখন মুছে দিয়েছেন গায়িকা।