Mishmee Das

মুম্বইয়ে ডাক পেয়েও বাতিল কাজ! গত তিন মাসে কোন কোন প্রজেক্টে মন মিশমির?

বেশ কয়েক বছর আগেও বলিউডে কাজ করেছেন তিনি। শোনা গিয়েছিল, ‘ঝনক’ ধারাবাহিকের নতুন প্রজন্মের কাহিনিতে দেখা যাবে অভিনেত্রী মিশমি দাসকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২
Share:

তিন মাস মুম্বইয়ে কী ভাবে কাটালেন মিশমি? ছবি: সংগৃহীত।

মে মাসের শেষের দিকে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দেন অভিনেত্রী মিশমি দাস। নতুন এক হিন্দি ধারাবাহিকে কাজের সুযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, সেই কাজ আর হয়নি। শুটিং শুরুর দু’দিন আগে সব বাতিল হয়ে যায়। তবে বসে থাকেননি অভিনেত্রী। এই তিন মাসে বেশ কিছু কাজ করেছেন তিনি।

Advertisement

আগে মিশমি জানিয়েছিলেন, লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এর নতুন প্রজন্মের কাহিনিতে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই কাজটি কোনও কারণে হয়নি। মিশমি জানালেন, একটা ভাবনা নিয়ে শহর ছেড়েছিলেন। সুতরাং পরিকল্পনা অনুযায়ী কাজ না এগোলে সমস্যা তো হবে। ফলে বেশ কিছুদিন সমস্যার মধ্যেই কাটাতে হয়েছে তাঁকে।

মিশমি বললেন, “আগেও মুম্বইয়ে কাজ করেছি। বেশ কয়েক জন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ ছিল। শেষ দু’মাসে অনেকগুলো কাজ করেছি। মোট ৪টি ভার্টিকাল শুট করেছি এবং একটা বাংলা মিউজ়িক ভিডিয়ো করেছি। আসলে যখন মুম্বইয়ে আসি তখন কলকাতাতেও বেশ কিছু কাজের সুযোগ এসেছিল। সেগুলো ছেড়েই আমি মুম্বই আসি। সেটা একটা বড় ব্যাপার।” আপাতত নিজের জায়গা আরও পোক্ত করার চেষ্টায় মিশমি।

Advertisement

সম্প্রতি, অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। যদিও এই বিষয়ে এখনই কথা বলা মানা। ছোটগল্পের ছবি। শুটিং হয়ে গিয়েছে। কিন্তু বেশি কিছু বলা যাবে না। বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া চলছে। তাই এই বছরের দুর্গাপুজোয় মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। একেবারে যে কলকাতায় কাজ করবেন না, তা নয়। ভাল সুযোগ পেলে কলকাতায় অবশ্যই কাজ করবেন বলে জানিয়েছেন মিশমি। তবে মুম্বইয়ে কাজের চেষ্টা চালাতে মরিয়া অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement