Celeb Gossip

নাগাকে অবসাদে ফেলে চলে গিয়েছিলেন সামান্থা! প্রাক্তন বৌমার দিকে অভিযোগের আঙুল নাগার্জুনের

শোভিতাকে বিয়ে করে খুশি নাগা চৈতন্য। প্রাক্তন বৌমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করলেন নাগার্জুন!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫
Share:

নাগার প্রাক্তন স্ত্রী সামান্থাকে দোষারোপ নাগার্জুনের! ছবি: সংগৃহীত।

ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী তারকা নাগার্জুন। সামান্থা প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা? এই প্রশ্নই দিনরাত ভাবাচ্ছিল তাঁকে। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে প্রাক্তন বৌমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করলেন নাগার্জুন!

Advertisement

সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সমাজমাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছে নেটাপাড়ার বাসিন্দারা। ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১-এ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দু’জনে। দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এমন ভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয়, দিন কয়েক আগেই জানিয়েছেন নাগা। অভিনেতা সাফ বলেন, ‘‘লোকে এমন করছেন যেন আমি কোনও দোষ করেছি।’’

এ বার যেন ছেলের কথার রেষ টেনে নাগার্জুন বলেন, ‘‘আসলে চে খুব দুঃখে ছিল। ও কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। বাবা হিসাবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত।’’ যদিও নাগার্জুনের এই মন্তব্য ভাল ভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement