Tramp VS Salman

হচ্ছেটা কী, বিশ্বের অশান্তির কারণ হয়ে ‘পিস প্রাইজ়’ চাইছেন! ট্রাম্পকেই কি বিঁধলেন সলমন?

শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য যিনি দায়িত্ব নিয়ে ঝগড়া মিটিয়ে দেন। পারস্পরিক বন্ধুত্ব ধরে রাখেন। এ দিকে ইনিই তো বিশ্ব জুড়ে অশান্তির জাল বিছিয়েছেন! দাবি সলমনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭
Share:

ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ সলমন খানের? ছবি: সংগৃহীত।

শনিবার ‘বিগ্‌ বস ১৯’-এর ‘উইকএন্ড কা ভার’ তোলপাড়। সঞ্চালক সলমন খানের একটি বক্তব্যেই বাজিমাত। এ দিন তিনি অনৈতিক আচরণের জন্য ভর্ৎসনা করেন প্রতিযোগী ফরহানা ভট্টকে। এ দিকে দর্শক-শ্রোতাদের দাবি, ফরহানাকে সামনে রেখে আদতে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একহাত নিয়েছেন তিনি!

Advertisement

সলমন এ দিন কী করেছেন? গুঞ্জন, এক ঢিলে দুই পাখি মেরেছেন। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কিছু দিন ধরেই নাকি শোনা যাচ্ছিল, ফরহানা বাকিদের মধ্যে বিবাদ ছড়িয়ে দিচ্ছেন। তাঁর উস্কানিমূলক আচরণ এর জন্য দায়ী। শনিবার এ কথাই বলতে শোনা যায় শো-এর সঞ্চালককে। প্রতিযোগীকে তিরস্কার করে ‘ভাইজান’ বলেন, “শান্তির দূত তাঁকেই বলে, যিনি সকলের মধ্যে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেন। কারও মধ্যে ঝগড়া হলে দায়িত্ব নিয়ে মিটিয়ে দেন।” তার পরেই তাঁকে বলতে শোনা যায়, “আর ইনি তো গোটা দুনিয়ায় অশান্তির জাল বিছিয়েছেন! এখন তিনিই ‘শান্তি পুরস্কার’ চাইছেন?” অভিনেতা-সঞ্চালকের শেষের বক্তব্য ভিডিয়ো আকারে ভাইরাল। অনুরাগী দর্শকেরাও দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত।

প্রসঙ্গত, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হোক, এমন দাবিও করেছেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশকে এ বিষয়ে অনুরোধও জানিয়েছেন। গত মাসে, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওভাল অফিসে বলেছিলেন, ইজ়রায়েল এবং আরব দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের ভূমিকা অনস্বীকার্য, যার জন্য এই পুরস্কারের যোগ্য তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement