‘বাহুবলী’ ছবিতে অভিনয়ের প্রস্তাব কেন হাতাছাড়া হয় শ্রীদেবীর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারতীয় চলচ্চিত্র জগতে এক অনন্য নজির স়়ৃষ্টি করেছে ‘বাহুবলী ২’। একের পর রেকর্ড ভেঙেছে এস এস রাজামৌলির এই ছবি। ‘বাহুবলী’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শিবগামী দেবীর জন্য প্রথম প্রস্তাব যায় শ্রীদেবীর কাছে। যদিও, স্বামী বনি কপূর নাকি শ্রীদেবীকে এই ছবিতে অভিনয় করতে দেননি।
ছবির পরিচালক এসএস রাজামৌলি প্রথমে শিবগামী চরিত্রটির জন্য শ্রীদেবীর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু, এই ছবিতে সই না করে অন্য একটি তামিল ছবি ‘পুলি’তে অভিনয় করেন শ্রীদেবী। যদিও বক্স অফিসে মুখ থুব়ড়ে পড়ে সেই ছবি। কিন্তু, ‘বাহুবলী’র প্রস্তাব কেন ফিরিয়ে দেন অভিনেত্রী? অবশেষে মুখ খুললেন তাঁর প্রযোজক স্বামী।
পারিশ্রমিকের কারণেই নাকি ‘বাহুবলী’র প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী। নিজেই এই কারণ জানালেন বনি। শোনা যায়, এই ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিকের পাশাপাশি থাকার জন্য একটি হোটেলের গোটা একটা তলা চেয়েছিলেন অভিনেত্রী। এ ছাড়া, নায়িকার সঙ্গে তাঁর দলের আরও ১০ জনের থাকা-খাওয়া, বিমানে যাতায়াতের বন্দোবস্ত করতে বলেছিলেন তিনি। তাতেই বাধ সাধেন প্রযোজকরা। বনির কথায়, ‘‘শ্রীদেবীর নামে ছবি প্রচার পাবে, তার জন্য এই পারিশ্রমিক চাইতেই পারে। ও ‘ইংলিশ ভিংলশ’ ছবিতে এর থেকে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিল। তা হলে আমি কেন আমার স্ত্রীকে ছবিটা করতে দেব?’’