ছবি: সংগৃহীত।
ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। জন্মসূত্রে তামিল এই তারকা দক্ষিণী ছবির সঙ্গে হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন। হিন্দি ছবির প্রযোজক বনি কপূরকে বিয়ে করার পর পাকাপাকি ভাবেই মুম্বইয়ে থাকতে শুরু করেন শ্রীদেবী। তবে বনির সঙ্গে বিয়ের সময়েই চেন্নাইয়ে একটি বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। এই বাড়িতেই ছোটবেলা কেটেছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূরের।এই বাড়িতে শ্রীদেবী ও তাঁর পরিবারের অনেক ছবি রয়েছে। সেই ছবিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে জাহ্নবীর ছোটবেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে শ্রীদেবী বাছাই করে অন্দরসজ্জার জিনিস কিনে এই বাড়িটি সাজিয়েছিলেন। এ বার সেই বাড়িটিই নাকি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ! মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন অভিনেত্রীর স্বামী বনি।
জানা গিয়েছে, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এই বাংলো বাড়িটি কেনেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। তাঁদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই এই বাংলোটি কিনেছিলেন শ্রীদেবী, দাবি অভিনেত্রীর পরিবারের। কিন্তু এত বছর পরে অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসে পড়েছেন। এক মহিলা, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দু’জন সেই দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র। এই ঘটনার জেরে এ বার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কপূর। তিনি জানান, যখন শ্রীদেবী বাড়িটি কেনেন সেই সময় ওই মালিকের দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন। যিনি মারা যান ১৯৯৯ সালে। তবে সেই সময় বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর বিয়ে আইনসিদ্ধ ছিল না বলেই জানান অভিনেত্রীর স্বামী। আপাতত আদালতে বিচারাধীন এই মামলা। যে বাড়ি নিজের হাতে শখ করে সাজিয়েছিলেন, সেই বাড়ি কি হাতছাড়া হয়ে যাবে জাহ্নবী-খুশিদের? বলবে আদালতই।