Shah Rukh Khan And Brad Pitt

পোশাক, চুলের ভঙ্গি এক! ছবি হিট করাতে শেষে পাশ্চাত্যের এই অভিনেতাকে নকল করলেন শাহরুখ?

‘কিং’ ছবিতে শাহরুখ নাকি এই আন্তর্জাতিক অভিনেতাকে অনুকরণ করেছেন! অভিনেতার জন্মদিনে তাঁকে কটাক্ষ করেছেন তাঁরই বেশ কিছু অনুসরণকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১১:২০
Share:

শেষে নকল করলেন শাহরুখ খান! ছবি: ইনস্টাগ্রাম।

বলিউড কি কোনও ভাবে ‘ঘৃণা’র শিকার? প্রশ্ন তুলেছেন ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ২ নভেম্বর, শাহরুখ খানের ৬০ বছরের জন্মদিনে প্রকাশ্যে আসে তাঁর আগামী ছবির টিজ়ার। ছবিতে তাঁর পোশাক এবং চুলের ভঙ্গিতে হুবহু ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ ছবির ছায়া! বেশ কিছু অনুসরণকারী ছবির টিজ়ার প্রকাশ্যে আসার পরেই এই দিকে আঙুল তুলেছেন।

Advertisement

কেউ বিস্মিত, হতেই পারেন আন্তর্জাতিক অভিনেতা। তা বলে শাহরুখ শেষে ব্র্যাড পিটকে ‘অনুকরণ’ করবেন? কারও মতে, এটি ‘অনুকরণ’ নয়, ‘অনুপ্রেরণা’। একদল আবার বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করার তালিকা তুলে ধরেছেন! তাঁরা সমাজমাধ্যমে লিখেছেন, বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করা নতুন নয়! হিন্দি ছবি ‘ফাইটার জেট’ যেমন ‘টপ গান’ ছবির নকল। একই ভাবে ‘শিপ’ তৈরি হয়েছে ‘টাইটানিক’ দেখে। সেই রকমই ‘কিং’ ছবিতে শাহরুখের পোশাক ‘এফ ১’ থেকে অনুপ্রাণিত।

কে, কাকে অননুকরণ করলেন? ছবি: ইনস্টাগ্রাম।

বিষয়টি নিয়ে চর্চা বাড়তে থাকায় অবশেষে তরজায় যোগ দিয়েছেন ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ। তিনি লিখেছেন, “শাহরুখের ৬০ বছরের জন্মদিনে তাঁকে নিয়ে তরজা! অনুসরণকারীদের স্মৃতিতে কি ধুলো জমেছে?” তিনি এ প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন, শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ ছবির। ২০১৭ সালের ওই ছবিতে তিনিই প্রথম নীল শার্ট আর ট্যান্‌ড জ্যাকেট পরেন। যা ২০২৫-এ ‘এফ ১’-এ পরতে দেখা গিয়েছে ব্র্যাড পিটকে। এই উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, “তা হলে কে কাকে অনুকরণ করলেন!” তিনি ক্ষোভপ্রকাশ করে এ-ও জানান, ইদানীং বলিউড যেন একটু বেশিই ‘ঘৃণা’র শিকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement