Malaika Arora

‘কোমল নয়, সে যেন হয় বলিষ্ঠ ও পুরুষালি’, পছন্দের পুরুষ কেমন চুম্বন করবেন, তা-ও জানান মলাইকা

বর্তমানে মলাইকার নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। এক সাক্ষাৎকারে মলাইকা নিজেই জানিয়েছিলেন, তাঁর ঠিক কেমন পুরুষ পছন্দ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২১:২০
Share:

মলাইকার ঠিক কেমন পুরুষ পছন্দ! ছবি: সংগৃহীত।

মলাইকা অরোরার জীবনে নতুন প্রেম! এই নিয়ে গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে জোর তরজা। এমনকি মলাইকা দ্বিতীয় বিয়ে করবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু লাস্যময়ীর ঠিক কেমন পুরুষ পছন্দ?

Advertisement

এক সাক্ষাৎকারে মলাইকা নিজেই জানিয়েছিলেন, তাঁর ঠিক কেমন পুরুষ পছন্দ। মলাইকা জানিয়েছিলেন, তাঁর কোমল পুরুষ পছন্দ নয়। পুরুষালি ও রুক্ষ চেহারার সাহসী পুরুষ তাঁর পছন্দ। বর্তমানে মলাইকার নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অতীতের সাক্ষাৎকারে মলাইকা বলেছিলেন, “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”

এখানেই শেষ নয়। পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তা-ও জানিয়েছিলেন মলাইকা। তাঁর কথায়, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভাল চুমু খেতে পারে।”

Advertisement

যে পুরুষ পরনিন্দা পরচর্চা করে, তাঁকে একেবারেই পছন্দ নয় মলাইকার। তাঁর মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মলাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তিনি বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালবাসায় বিশ্বাস করি। তাই আগামী দিনে হবে না, সেটা এখনই বলা যাবে না।”

উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকেই নাকি তাঁর হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তাঁরা সম্পর্কে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement