শাহরুখকে কী ভাবে ব্যবহার করেছিলেন কর্ণ? ছবি: সংগৃহীত।
বড়পর্দায় নিজেকে দেখে আঁতকে উঠেছিলেন শাহরুখ খান। নিজের উন্মুক্ত শরীর দেখে মনে হয়েছিল, কর্ণ জোহর ও ছবির নির্মাতারা তাঁরে ব্যবহার করেছেন। সম্প্রতি অতীতের সেই ঘটনা খোলসা করলেন বলিউডের বাদশা।
‘কভি খুশি কভি গম’ ছবিতে ‘সুরজ হুয়া মধ্যম’ গানে স্বচ্ছ শার্টে শাহরুখের নাচ মনে রেখেছেন দর্শক। কিন্তু নিজেকে ওই দৃশ্যে দেখে শাহরুখ আঁতকে উঠে বলেছিলেন, “এ কী! আমি তো নগ্ন।”
রবিবার অর্থাৎ ৬০ বছরের জন্মদিনে অনুরাগীদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন শাহরুখ। তখনই এই প্রসঙ্গ উঠে আসে। শাহরুখ বলেন, “আমি জানতাম না, পর্দায় আমার শার্টটা দেখতে এত ফিনফিনে লাগবে। বড়পর্দায় দেখার পরে মনে হল, এ কী! আমি তো নগ্ন।”
শাহরুখ আরও বলেন, “এটা সত্যিই অদ্ভুত। তখন তো আমার শরীর এখনের মতো তেমন পেশিবহুলও ছিল না। তাই এখনও ওই দৃশ্য দেখলে আমার লজ্জা লাগে। আমার মনে হয়, ওই ছবিতে আমাকে রীতিমতো ব্যবহার করা হয়েছে।” শাহরুখের এই মন্তব্য শুনে হাসির রোল ওঠে নেটপাড়ায়। তবে অনুরাগীদের মতে, এই দৃশ্যে অপূর্ব দেখতে লাগছিল শাহরুখকে। এমনকি পুরনো এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া পর্যন্ত বলেছিলেন, এই গানে শাহরুখকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
২০০১ সালে কর্ণ জোহর পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, হৃতিক রোশন, করিনা কপূর প্রমুখ।