OTT releases in November

বহু বছরের প্রতীক্ষার পরে মুক্তি পাচ্ছে একাধিক সিরিজ়! নভেম্বরে ওটিটি মঞ্চে দর্শক টানবে কী কী?

ফের কাজমুখী মানুষ। তবে অবসর সময় কাটানোর রাস্তা খোলা আছে প্রচুর। কারণ এই নভেম্বরেই ওটিটি মঞ্চে মুক্তি পাচ্ছে একাধিক আকর্ষণীয় ছবি ও সিরিজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১৪
Share:

নভেম্বর মাসে ওটিটি-তে পর পর চমক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উৎসবের মরসুম শেষ। ফের কাজমুখী মানুষ। তবে অবসর সময় কাটানোর রাস্তা খোলা আছে প্রচুর। কারণ এই নভেম্বরেই ওটিটি মঞ্চে মুক্তি পাচ্ছে একাধিক আকর্ষণীয় ছবি ও সিরিজ়।

Advertisement

১) ‘দিল্লি ক্রাইম’ (সিজ়ন ৩) — এই সিরিজ়ের প্রথম দুটি সিজ়ন দেখে শিউরে উঠেছিলেন দর্শক। প্রথম সিজ়নে তুলে ধরা হয়েছিল দিল্লির ধর্ষণকাণ্ড। জানা গিয়েছে, এ বারের সিজ়নে মানবদেহের অঙ্গ পাচারের ঘটনা দেখানো হবে। শেফালি শাহ অভিনীত এই সিরিজ়ে এ বার খলচরিত্রে যোগ দিচ্ছেন হুমা কুরেশিও। ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই সিরিজ়।

২) ‘দ্য ফ্যামিলি ম্যান’ (সিজ়ন ৩) — প্রাইম ভিডিয়োর এই সিরিজ় নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। বছরের পর বছর ধরে এই সিজ়নের অপেক্ষায় দর্শক। অবশেষে ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজ়।

Advertisement

৩) ‘বারামুল্লা’ — কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘সুপারন্যাচারাল’ ঘরানার এই ছবি। এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ আধিকারিক। এই গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি। অভিনয় করেছেন মানব কৌল। ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

৪) ‘ডেথ বাই লাইটিং’— এই ক্রাইম থ্রিলারের জন্যও অপেক্ষায় ছিলেন দর্শক। ১৮৮১ সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস গারফিল্ডের হত্যার ঘটনা তুলে ধরা হবে এই সিরিজ়ে। ৬ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজ়টি।

৫) ‘স্ট্রেঞ্জার থিংস্‌’ (সিজ়ন ৫) — গত তিন বছর ধরে এই সিরিজ়ের জন্য অপেক্ষা করে আছেন দর্শক। সিরিজ়ের সিজ়ন ৪ দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁরা। তার পর থেকেই শুরু হয় দিন গোনা। অবশেষে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজ়ের অন্তিম সিজ়ন মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement