Shah Rukh and Salman

মহিলাদের হেনস্থা করছেন গ্রামবাসীরা! একজোটে লাঠিপেটা করতে গিয়ে কী হয়েছিল শাহরুখ-সলমনের?

একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া সব করতেন তাঁরা। আবার প্রয়োজনে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৭:০৯
Share:

একজোটে কাকে লাঠিপেটা করেন শাহরুখ ও সলমন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শাহরুখ খান ও সলমন খানের সম্পর্ক প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। বন্ধুত্ব ও শত্রুতা, দুই সমীকরণের অভিজ্ঞতাই রয়েছে তাঁদের। তবে একসময় একজোটে ছেলেদের লাঠিপেটা করেছিলেন শাহরুখ ও সলমন। ঠিক কী ঘটেছিল?

Advertisement

‘কর্ণ অর্জুন’ ছবি থেকে দুই তারকার আলাপ ও বন্ধুত্ব। সেই সময়ে নাকি ছবির সেটে হরিহর আত্মার মতো থাকতেন শাহরুখ ও সলমন। একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া সব করতেন তাঁরা। আবার প্রয়োজনে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতেন। জানালেন সেই ছবির নৃত্যপ্রশিক্ষক চিন্নি প্রকাশ।

ছবির সেটে মহিলা কলাকুশলীদের হেনস্থা করা হচ্ছিল। তখন হাতে লাঠি তুলে নিয়েছিলেন দুই তারকা। একটি গ্রামে শুটিং হচ্ছিল ছবির। চিন্নি প্রকাশ জানান, সেটের মহিলাদের পিছনে লাগছিলেন এক গ্রামবাসী। এই দেখে মাথা ঠিক রাখতে পারেননি সলমন। বন্ধু রেগে যাচ্ছেন দেখে হাতে লাঠি তুলে নেন শাহরুখ। একজোটে ওই গ্রামবাসী ও তাঁর সাঙ্গোপাঙ্গকে মারধর শুরু করেন দুই তারকা। ঘটনা নাকি বেশ বড় আকার নিয়েছিল সেই দিন। চিন্নি প্রকাশ বলেন, “পরিস্থিতি এমন আকার নেয় যে, আমি, শাহরুখ ও সলমন মিলে মহিলা কলাকুশলীদের ভ্যানে তুলে হোটেলে পৌঁছে দিতে বাধ্য হই।”

Advertisement

চিন্নি জানান, তাঁর সঙ্গে সলমনের বেশি ঘনিষ্ঠতা ছিল। শাহরুখ তুলনায় একটু চুপচাপ থাকতেন। কিন্তু এই বন্ধুত্বে ছেদ পড়েছিল ক্যাটরিনা কইফের জন্মদিনের পার্টিতে। দীর্ঘ দিন দুই খান পরস্পরের মুখও দেখেননি। কিন্তু পরে বাবা সিদ্দীকীর পার্টিতে শত্রুতায় ইতি টানেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement