Sonakshi Sinha

বিয়ের পরে ওজন বেড়েছে! কেন মহিলাদের দেহের গড়ন বদলায়, জানালেন সোনাক্ষী

বিয়ের পর থেকে চলছে তাঁর সন্তানধারণের জল্পনা। তা নিয়ে রসিকতা করেন সোনাক্ষী ও জ়াহির ইকবাল দু’জনেই। অভিনেত্রী জানান, তাঁর চেহারার গড়নের জন্যই বার বার এই গুঞ্জন ছড়াচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৫:৩৭
Share:

ওজন নিয়ে কী বললেন সোনাক্ষী! ছবি: সংগৃহীত।

ওজন কমিয়েও নিস্তার পাননি। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। চেহারার গড়ন নিয়ে তির্যক মন্তব্য শুনতে শুনতে কি ভেঙে পড়েন সোনাক্ষী সিন্‌হা? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

বিয়ের পর থেকে চলছে তাঁর সন্তানধারণের জল্পনা। তা নিয়ে রসিকতা করেন সোনাক্ষী ও জ়াহির ইকবাল দু’জনেই। অভিনেত্রী জানান, তাঁর চেহারার গড়নের জন্যই বার বার এই গুঞ্জন ছড়াচ্ছে। তবে তাঁর কাছে এটা কোনও নতুন বিষয় নয়। তাই বর্তমানে নিজের চেহারা নিয়ে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী তিনি। তাই এখন তির্যক মন্তব্যের সঙ্গে লড়াই করা বন্ধ করে দিয়েছেন। সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “বহু বছর আগেই আমি এই লড়াই বন্ধ করে দিয়েছি। কারণ ছোট থেকেই আমার ওজন বেশি। কিন্তু আমি নিজের চেহারা নিয়ে কখনও ভাবিনি। আমাকে দেখতে ভাল লাগতে হবে, এই উদ্দেশ্য আমার কখনওই ছিল না। নিজের অন্য বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। বিতর্কসভা, কথা বলা, খেলাধুলোয় আমি খুবই ভাল ছিলাম।”

কিন্তু অভিনয়জগতে আসার পরে সোনাক্ষী বুঝলেন, এই দুনিয়ায় বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয়। তখন ওজন কমান তিনি। কিন্তু তাতেও থামেনি কটাক্ষ। অভিনেত্রী বলেছেন, “৩০ কেজি ওজন কমানোর পরেও আমার চেহারা নিয়ে কটাক্ষ করা হয়েছে।” ‘দবং’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। তখনও চেহারার গড়নের জন্য তাঁকে কুকথা শুনতে হয়েছিল বলে জানান সোনাক্ষী।

Advertisement

বিয়ের পরে ফের ওজন বেড়েছে সোনাক্ষীর। নিজেই স্বীকার করেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি আর এই সব বিষয়ে গুরুত্ব দিই না। দেড় বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। আমি সত্যিই খুব উপভোগ করছি এই সময়টা। এটা তো প্রমাণিত সত্য, বিয়ের এক বছরের মধ্যে মহিলারা, কিছু ক্ষেত্রে দম্পতিদের ওজন বেড়ে যায়। ওজন বাড়লেই বোঝা যায়, দম্পতিরা সুখে আছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement