(বাঁ দিকে) সুনীতা আহুজা, (ডান দিকে) গোবিন্দ। ছবি: সংগৃহীত।
গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে গত কয়েক মাস ধরেই কাঁটাছেড়া চলছে। তাঁদের দাম্পত্যে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। যদিও সুনীতা জানিয়েছিলেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তাঁদের আলাদা করার। কিন্তু একটা সময় স্বামীকে নিয়ে যে বিশ্বাসের কথা শোনান সুনীতা, সেই বিশ্বাস কি ফের টলমল? মরাঠি অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরকীয়ার কথা কি স্বীকার করলেন সুনীতা?
গত কত বছর ধরেই নাকি স্ত্রী-সন্তানদের সঙ্গে এক বাড়িতে থাকেন না গোবিন্দ। স্ত্রী যেখানে থাকেন, সেই রাস্তার উল্টো দিকের একটি বাংলোয় থাকেন অভিনেতা। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সুনীতা বলেন, ‘‘আমি চার কামরার একটি ফ্ল্যাটে দুই ছেলেমেয়েকে নিয়ে থাকি। জায়গা বেশ ছোট, সেখানে থাকতে আমাদের অসুবিধা হয়। তাই এ বার গোবিন্দের কাছে পাঁচ কামরার ফ্ল্যাট চেয়েছি।’’ পাশপাশি অভিনেতা-পত্নী জানান তিনি নাকি স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর শুনেছেন। তা-ও আবার একজন মরাঠি অভিনেত্রীর সঙ্গে। সুনীতার কথায়, ‘‘আমিও শুনেছি এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের প্রেমের খবর। কিন্তু যত ক্ষণ পর্যন্ত না আমি হাতেনাতে ধরছি বা প্রমাণ পাচ্ছি, তত ক্ষণ এই বিষয়ে কোনও উত্তর দেব না।’’ গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, প্রায় ২৫ বছরের ছোট এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন অভিনেতা। যদিও সুনীতা বিভিন্ন সময় জানান, ঈশ্বর তাঁর সিঁথির সিঁদুর অক্ষয় রাখবেন।