Smriti Mandhana

১৮ দিন বাদে বিয়ে! স্মৃতিকে বিশ্বকাপ জিততে দেখে কী করলেন হবু স্বামী পলাশ ও ননদ পলক?

রবিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতি মন্ধানার হবু স্বামী পলাশ মুচ্ছল বিশ্বকাপ ফাইনালের খেলা দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন গায়িকা বোন পলক। ম্যাচ জেতার পর একে অপরকে দেখে কী করলেন স্মৃতি ও পলাশ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১২:৫৬
Share:

স্মৃতির জয় দেখে কী করলেন হবু স্বামী পলাশ ও ননদ পলক? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জন্য স্মরণীয় হয়ে থাকবে। ২ নভেম্বর প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়। শোনা যাচ্ছে এই মাসের ২০ তারিখেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটতারকা। বিয়ে হচ্ছে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে। এদিন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের খেলা দেখতে গিয়েছিলেন পলাশ। ম্যাচ জেতার পর স্মৃতির কাছে ছুটে আসেন উচ্ছ্বসিত পলাশ।

Advertisement

দিনের পর দিন স্মৃতির এই অধ্যাবসায় খুব কাছ থেকে দেখছেন। তাই আরও বেশি করে গর্ব অনুভব করছেন হবু ননদ পলক মুচ্ছল। এ দিন খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনিও। স্মৃতিদের বিশ্বকাপ জয় দেখে চোখে জল পলকের। হবু স্ত্রীর দিকে ছুটে আসেন পলাশ। স্মৃতির গায়ে জড়িয়ে দেন ভারতীয় পতাকা। জড়িয়ে ধরেন একে অপরকে। তার পর খানিক চোখে চোখেই কথোপকথন সারেন তাঁরা। স্মৃতির নামের যে উল্কি করিয়েছেন সেটাও প্রকাশ্যে আনলেন পলাশ।

গায়িকা পলক এই জয় দেখে সমাজমাধ্যমে লেখেন, ‘‘এই জয় ভারতীয় টিমের প্রতিটা মেয়ের জয়। ওরা দেখিয়ে দিয়েছে, নিজের উপর ভরসা থাকলে নিজের ভাগ্য নিজেই লেখা সম্ভব। তোমরা একটা কাপ নয়, কোটি কোটি মানুষের হৃদয় জিতেছ। স্মৃতির অধ্যাবসায় দেখেছি। খারাপ সময় কী ভাবে পার করেছে, সেটা জানি। তাই ওর জয়টা ব্যক্তিগত মনে হচ্ছিল। তোমার শক্তি, ধৈর্য ও সহনশীলতা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি।’’ গোটা দেশকে এমন একটা মুহূর্ত দেওয়ার জন্য হবু বৌদিকে ধন্যবাদ জানিয়েছেন পলক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement