sunjay kapur will Dispute

দুই সতীনের ঝামেলা আদালতে, করিশ্মাকে কী বলে অপমান করলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া?

২০১৬ সালে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের হওয়ার পর ফের বিয়ে করেন সঞ্জয়। তাঁর মৃত্যুর পর সম্পত্তির ভাগাভাগি নিয়ে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্মুখ সমরে করিশ্মা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৩
Share:

সঞ্জয়ের সম্পত্তি নিয়ে করিশ্মা-প্রিয়ার দড়ি টানাটানি। ছবি: সংগৃহীত।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে দড়ি টানাটানি চলছে। সঞ্জয়ের মোট তিনটে বিয়ে। প্রথম স্ত্রীয়ের সঙ্গে সবচেয়ে কম দিন বিয়ে টেকে। করিশ্মা ছিলেন দ্বিতীয় স্ত্রী। তাঁর সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন সঞ্জয়। ২০১৬ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন তিনি। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্মুখ সমরে করিশ্মা!

Advertisement

করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান সম্প্রতি অভিযোগ করেছেন, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই তিনি নাকি এমন করেছেন। এ বার সেই একই অভিযোগ জানালেন সঞ্জয়ের মা। তাঁর দাবি, তাঁর পুত্রের তৈরি করা দলিল জাল করে সব সম্পত্তি আত্মসাৎ করেছেন প্রিয়া। তাঁর জন্য কিছুই রাখেননি। অন্য দিকে, ৩০ হাজার কোটির মধ্যে এক পয়সাও করিশ্মার সন্তানদের দিতে রাজি নন সৎ মা প্রিয়া। তাঁর দাবি, ছয় বছরের শিশুপুত্রকে নিয়ে তিনি বিধবা। শোনা যাচ্ছে করিশ্মাকে নাকি প্রিয়া বলেন, ‘‘তোমাকে বহু বছর আগে তোমার স্বামী ছেড়ে দিয়েছে।’’ এমনকি প্রিয়ার আইনজীবী আদালতে প্রশ্ন তুলেছেন, মাঝের এই ১৫ বছর কোথায় ছিলেন করিশ্মা?

আইনি লড়াই চলছে দুই সতীনের। এর মাঝে অবশ্য করিশ্মার সন্তানদের পক্ষ নিয়েছেন সঞ্জয়ের বোন। তার ভাইয়ের উত্তরাধিকার হিসাবে করিশ্মার সন্তানদের পক্ষেই রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement