Govinda Sunita Ahuja

‘গোবিন্দর থেকে শুধু সোনালি বেঁচে গিয়েছে’, স্বামীকে নিয়ে কোন গোপন কথা ফাঁস করলেন সুনীতা?

কানাঘুষো, গোবিন্দ-সুনীতার সম্পর্ক এখন আগের থেকে অনেক ভাল। এর মাঝেই স্বামীকে নিয়ে বিস্ফোরক তারকাপত্নী। নাম জড়ালেন সোনালি বেন্দ্রের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১
Share:

স্বামী গোবিন্দর গোপন কথা প্রকাশ্যে আনলেন সুনীতা। ছবি: সংগৃহীত।

গোবিন্দ আর সুনীতা আহুজার সংসারে নাকি চিড় ধরেছে মাস ছয়েক আগেই। তাই বার বার শিরোনাম দখল করছেন বলিউডের জনপ্রিয় দম্পতি। অভিনেতার ম্যানেজার যদিও জানিয়েছেন, সম্পর্ক এখন আগের থেকে অনেক ভাল। এর মাঝেই স্বামীকে নিয়ে বিস্ফোরক সুনীতা। নাম জড়াল সোনালি বেন্দ্রের।

Advertisement

সম্প্রতি ‘পতি পত্নী পঙ্গা’ নামক এক অনুষ্ঠানের সেটে গিয়ে গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা ওড়ালেন সুনীতা। সেই সঙ্গে অভিনেতার স্ত্রী বিশ্বাসযোগ্যতার নিরিখে স্বামীকে নম্বর দিলেন ১০-এ ছয়। তাতেই চক্ষু চড়কগাছ অনেকের। সেই সময় সুনীতা বলেন, ‘‘গোবিন্দ তাঁর কোনও সহ-অভিনেত্রীকে ছাড়েননি, সবার সঙ্গে প্রেম করেছেন।’’ সেই সেটে হাজির ছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা সোনালি বেন্দ্রে। একটা সময়, গোবিন্দ ও সোনালি একসঙ্গে বেশ কিছু সিনেমা করেন। তার মধ্যে অন্যতম ‘জিস্‌ দেশ মে গঙ্গা রহেতা হ্যায়’। সোনালিকে দেখিয়ে সুনীতা বলেন, ‘‘গোবিন্দর হাত থেকে বেঁচে গিয়েছিল একমাত্র সোনালি।’’

এমনিতেই রসিক মানুষ বলে পরিচিতি রয়েছে সুনীতার। মজার ছলেই সবটা বলতে বলতে হেসে গড়িয়ে পড়েন তিনি। যদিও এর আগেও বিভিন্ন সময় সুনীতা জানিয়েছেন, গোবিন্দর মতো স্বামী তিনি চান না। চলতি বছর গোবিন্দর সঙ্গে এক মরাঠী অভিনেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা শোনা যায়। যদিও সেই সময় স্বামীর পাশে দাঁড়ান সুনীতাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement