Samantha Ruth Prabhu

‘প্রতিটা মুহূর্ত ভয়ে কাটত’, কোন বিপদের আশঙ্কা করতেন, কী এমন হয়েছিল সামান্থার?

নাগের সঙ্গে বিচ্ছেদের সময়টা মোটেও ভাল ছিল না সামান্থার। তবে, এ বার নিজের জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮
Share:

কোন ভয়ে থাকতেন সামান্থা? ছবি: সংগৃহীত।

নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নাকি সামান্থা রুথ প্রভুকে মোটা অঙ্কের ভরণপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আক্কিনেনি পরিবার। কিন্তু, বিচ্ছেদের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। নিজেকে সামলাতে নাগের সাহচর্য চেয়েছিলেন, কিন্তু পাননি। এর পরেই নাকি খোরপোশ প্রত্যাখ্যান করেন তিনি। এ বার নিজের জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে মুখ খুললেন সামান্থা।

Advertisement

সামান্থা নাকি ভীষণ অঙ্ক কষে চলতে ভালবাসতেন। সারা ক্ষণ ইঁদুরদৌড়ে থাকতেন। অভিনেত্রী বলেন, ‘‘আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে। প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতি মুহূর্তে ভয় পেতাম, যে কোনও সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নেবে।’’ যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাঁকে মানুষ হিসাবে শান্ত করেছে। অভিনেত্রী জানান, ‘‘গত দু’বছর ধরে আমার কোনও ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement